অনলাইন ডেস্ক: চট্টগ্রামের সীতাকুণ্ডে একটি শিপ ব্রেকিং ইয়ার্ডের পাম্প রুমে বিস্ফোরণে অন্তত ১২ জন আহত হয়েছেন।
আজ শনিবার সকাল সাড়ে ১১ টার দিকে সীতাকুণ্ডের সোনাইছড়ির তেঁতুলতলা এলাকায় এস এন করপোরেশন নামে একটি প্রতিষ্ঠানে এ বিস্ফোরণের ঘটনা ঘটে। এ বিষয়টি নিশ্চিত করেছেন সীতাকুণ্ড থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ কামাল উদ্দিন।
আহতদের মধ্যে দগ্ধ আট জনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের বার্ন ইউনিটে আনা হয়েছে।
চমেকে আনা আটজনের অবস্থাই আশঙ্কাজনক বলে জানিয়েছেন হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল তসলিম উদ্দীন। সর্বোচ্চ গুরুত্ব দিয়ে তাদের চিকিৎসা দেওয়া হচ্ছে বলেও জানান তিনি।
Leave a Reply