1. editor1@kurigramsongbad.com : কুড়িগ্রাম সংবাদ :
  2. sifat@kurigramsongbad.com : sifat :
  3. siteaccess@pixelsuggest.com : কুড়িগ্রাম সংবাদ :
সাম্প্রতিক :
রৌমারীতে পরকীয়ার অভিযোগে পুলিশ সদস্য প্রত্যাহার ছাত্র মজলিসের রাজশাহী বিভাগীয় জোনাল কর্মশালা অনুষ্ঠিত জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে চূড়ান্ত ভর্তি কার্যক্রম শুরু ২৭ এপ্রিল রাবির ‘এ’ ইউনিটের ভর্তি পরীক্ষার ফল প্রকাশিত; ৬ বিভাগের জন্য নিতে হবে ব্যবহারিক পরীক্ষা লিবিয়ায় বন্দিজীবনের ভয়ংকর অভিজ্ঞতা: কুড়িগ্রামের ইয়াকুবের বর্ণনা ইসরায়েলের বর্বরোচিত যুদ্ধের অবসান হোক বাংলাদেশে বড় আকারে লোডশেডিংয়ের আশঙ্কা: বিদ্যুৎ ব্যবস্থাপনায় চ্যালেঞ্জ বিদেশে বাংলাদেশিদের জিম্মি করে মুক্তিপণ আদায়,চক্রের মূলহোতা জাহিদ গ্রেফতার বেরোবিতে গুচ্ছ সি ইউনিটের ভর্তি পরীক্ষা সম্পন্ন: উপস্থিতি প্রায় ৯৬% পাবিপ্রবিতে গুচ্ছের ‘সি’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত, উপস্থিতি ৯৫.১৭%

খুনি এবং সাইকোপ্যাথ পুলিশ অফিসারকে কুড়িগ্রামে এসপি হিসেবে চান না ছাত্র-জনতা

  • প্রকাশের সময় : বুধবার, ৪ সেপ্টেম্বর, ২০২৪
  • ৫০ বার পড়া হয়েছে

আমিনুল ইসলাম,কুড়িগ্রাম প্রতিনিধি:

কুড়িগ্রামের নতুন পুলিশ সুপার (এসপি) হিসেবে পদায়ন করা হয়েছে খুলনা মেট্রোপলিটন পুলিশের উপ-পুলিশ কমিশনার রিয়াজ উদ্দিন আহম্মেদকে (বিপি-৭৮০৫১১০১২৭)। মঙ্গলবার (৩ সেপ্টেম্বর) স্বরাষ্ট্রমন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ থেকে জারি করা এক প্রজ্ঞাপনে তাকে কুড়িগ্রামের এসপি হিসেবে বদলি ও পদায়ন করা হয়। তবে এই পুলিশ কর্মকর্তাকে কুড়িগ্রামে বদলির প্রতিবাদ জানিয়েছে বৈষম্যবিরোধী ছাত্রজনতা।

রিয়াজ উদ্দিন আহম্মেদের কুড়িগ্রামে বদলির আদেশ প্রকাশ হলে মঙ্গলবার সন্ধ্যার পর থেকে সামাজিক যোগাযোগ মাধ্যমে তাকে নিয়ে নানা বিতর্ক ছড়িয়ে পড়ে। বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে এই পুলিশ কর্মকর্তা খুলনায় আন্দোলনকারীর ওপর ব্যাপক ‘নির্যাতন’ করেছেন এমন অভিযোগ তুলে তাকে কুড়িগ্রামে পদায়ন না করতে জোর দাবি জানাচ্ছেন নেটিজেনরা। অবিলম্বে তার বদলি আদেশ বাতিল করে তাকে চাকরি থেকে অপসারণের দাবিও তুলেছেন কেউ কেউ।

২৪ তম বিসিএসের এই কর্মকর্তার বরখাস্ত দাবি করে কুড়িগ্রামের বাসিন্দা জাহাঙ্গীর আলম শাকিল তার ফেসবুক পোস্টে লিখেছেন, ‘কুড়িগ্রামে পুলিশ সুপার হিসেবে আসতেছে রিয়াজ উদ্দিন আহম্মেদ। সে একজন খুনি এবং সাইকোপ্যাথ পুলিশ অফিসার। ওর বিরুদ্ধে কঠোর আন্দোলন গড়ে তুলুন। এই এসপি কুড়িগ্রামে আমরা চাই না। ওরে পুলিশ বাহিনীতেও চাই না। দ্রুত বরখাস্ত করা হোক।’ একই দাবিতে পোস্ট করেছেন আরও অনেকে।

এদিকে রিয়াজ উদ্দিন আহম্মেদকে এসপি হিসেবে সুপারিশ করা একটি ডিও (ডামি অফিসিয়াল) লেটার ফেসবুকে ভাইরাল হয়েছে। ২০২৩ সালের ৮ ফেব্রুয়ারি শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের সাবেক প্রতিমন্ত্রী বেগম মুন্নুজান সুফিয়ান, এমপি কর্তৃক স্বরাষ্ট্রমন্ত্রী বরাবর দেওয়া ওই ডিও লেটারে পুলিশ কর্মকর্তা রিয়াজ উদ্দিন আহম্মেদকে ‘আওয়ামী লীগ পরিবারের সদস্য’ উল্লেখ করে তাকে প্রতিমন্ত্রীর নির্বাচনি এলাকা খুলনা অথবা মৌলভীবাজার জেলায় বদলি অথবা পদায়নের সুপারিশ করা হয়েছে। তবে ডিও লেটারটির সত্যতা যাচাই করা সম্ভব হয়নি।

কুড়িগ্রামে পদায়ন পাওয়া এসপি রিয়াজ উদ্দিন আহম্মেদের অতীত কর্মকান্ড নিয়ে সংগীত শিল্পী তাবিজ ফারুকের একটি পোস্ট আলোচনার কেন্দ্রবিন্দুতে এসেছে। গত ১৪ আগস্ট দেওয়া পোস্টে তিনি ওই পুলিশ কর্মকর্তাকে নিয়ে রীতিমত ‘হাটে হাড়ি ভেঙ্গেছেন’। কুড়িগ্রামবাসী অনেকের নিউজ ফিডে এখন ওই সংগীত শিল্পীর পোস্টটি ঘুরছে। ‘ নতুন স্বাধীনতার’ পর দেওয়া ওই পোস্টে তাবিজ ফারুক লিখেছেন, ‘ বৈষম্য বিরোধী ছাত্র-জনতা আন্দোলনে খুলনার মেট্রোপলিটন এলাকায় সাধারণ ছাত্র-ছাত্রীদের উপর নির্মমভাবে অত্যাচার চালিয়েছে এই সেই কুখ্যাত পুলিশের এসপি পদমর্যাদার রিয়াজ উদ্দিন আহম্মেদ (২৪ তম বিসিএস এর কর্মকর্তা) ।’

এসপি রিয়াজ উদ্দিন আহম্মেদের অতীত কর্মকান্ড নিয়ে এই সঙ্গীত শীল্পির দাবি,‘ অতীতেও এই দুর্নীতিবাজ ও সাইকো পুলিশ অফিসার রিয়াজউদ্দিনের রেপিড অ্যাকশন ব্যাটলিয়ন (RAB-1) এ চাকরির সুবাদে বিভিন্ন নিরিহ ও সাধারণ ছাত্র, চাকরিজীবী , ব্যবসায়ী এমনকি সাংবাদিকরাও হয়রানীর শিকার হন। সেই সাথে ক্ষমতার অপব্যবহার করে সাধারণ মানুষদের হত্যা গুম ও খুনসহ বিভিন্ন মিথ্যা মামলা দিয়ে মানুষকে ফাঁসিয়ে দেওয়াই ছিল দৈনিক দিনের রুটিন। দুর্নীতির মাধ্যমে কোটি কোটি টাকা আমেরিকায় তার বোনদের ও আত্মীয়স্বজনের কাছে অবৈধ্য পথে পাচার করেছে। চাকরি থেকে সাসপেন্ড সহ বিভাগীয় ব্যবস্থা নেওয়ার জন্য তত্ত্বাবধায়ক (অন্তর্বর্তীকালীন) সরকারের সংশ্লিষ্টদের নিকট আবেদন জানাচ্ছি ছাত্র ছাত্রী ও বাংলার জনতার পক্ষ থেকে ।’

এমন বিতর্কিত পুলিশ কর্মকর্তাকে কুড়িগ্রামে এসপি হিসেবে পদায়নের তীব্র প্রতিবাদ জানিয়েছে জেলার শিক্ষার্থী ও তাদের প্রতিনিধিরা। তারা অবিলম্বে এসপি রিয়াজ উদ্দিন আহম্মেদকে বদলির আদেশ বাতিল করার দাবি জানিয়েছেন। তারা বলছেন, ‘ শিক্ষার্থী জনতার ওপর নির‌্যাতনকারী ওই পুলিশ অফিসারকে আমরা চাই না। আমাদের আপত্তি উপেক্ষা করে কুড়িগ্রামে তাকে পদায়ন করা হলে এসপি অফিস ঘেরাও সহ কঠোর আন্দোলন হবে। আমরা চাই না শান্ত কুড়িগ্রাম আবারও অশান্ত হোক।’

বৈষম্যবিরোধী ছাত্র-জনতা আন্দোলনে কুড়িগ্রামে শিক্ষার্থীদের প্রতিনিধিত্বকারী অন্যতম সংগঠক মিনারুল ইসলাম বলেন, ‘ ওই এসপি খুলনায় আমাদের আন্দোলনকে বিতর্কিত করেছেন। তিনি আমাদের ছাত্রদের ওপর নির্তন করেছেন। আমরা সেসব প্রমাণ পেয়েছি। আমরা এ রকম নরপিচাশ এবং ছাত্র নির্যাতনকারী ব্যক্তিকে কুড়িগ্রাম জেলায় চাই না। ওনাকে যদি এখানে পদায়ন করা হয় তাহলে এসপি অফিস সহ অন্যান্য সরকারি অফিস ঘেরাও করা হবে।’

অভিযোগের বিষয়ে জানতে পদায়ন পাওয়া এসপি রিয়াজ উদ্দিন আহম্মেদের সাথে যোগাযোগের চেষ্টা করা হলে তিনি ক্ষুদে বার্তায় জানান, ‘ আইজিপির সাথে মিটিংয়ে আছি।’ ফলে তাৎক্ষণিক তার মন্তব্য পাওয়া যায়নি।

এ বিষয়ে রংপুর রেঞ্জের অতিরিক্ত ডিআইজি (ভারপ্রাপ্ত ডিআইজি)রশিদুল হক বলেন, ‘ নতুন এসপি পদায়ন ঊর্ধ্বতন কর্তৃপক্ষের বিষয়। তার বিরুদ্ধে অভিযোগের বিষয়ে আমার জানা নেই। আপনার কাছেই জানলাম। যেসব অভিযোগের কথা বললেন, দেখছি আসলে কী বিষয়।’

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটেগরিতে আরো খবর


Kurigram Songbad © 2025. All Rights Reserved.
Built with care by Pixel Suggest
error: Content is protected !!