সুজন মাহমুদ, বিশেষ প্রতিনিধি: কুড়িগ্রামের রাজিবপুর উপজেলায় বিদ্যুৎ সুষম বণ্টনের দাবিতে মানববন্ধন ও অফিস ঘেরাও কর্মসূচি করেছে উপজেলার সচেতন নাগরিক সমাজ।
আজ বুধবার (৪ আগস্ট) সকাল ১১টায় রাজিবপুর বাজার সুপার মার্কেট এলাকায় এ মানববন্ধন করে তারা। পরে সেখান থেকে একটি বিক্ষোভ মিছিল নিয়ে রাজিবপুর উপজেলা পল্লী বিদ্যুৎ অভিযোগ কেন্দ্র ঘেরাও করে আন্দোলনকারীরা। পরে যুবদল নেতা মোস্তাফিজুর রহমান মিঠুর সঞ্চালনায় সেখানে বক্তব্য রাখেন, উপজেলা সেচ্ছাসেবক দল আহ্বায়ক মোজাম্মেল হক, কোদালকাটি ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আমিনুর রহমান মাষ্টার, সদর ইউনিয়ন যুবদল সদস্য সচিব আকন্দ মোহাম্মদ আল-আমিন, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক মোখলেছুর রহমান, যুবনেতা রাফসানুর রোমাঞ্চ, সাবেক ছাত্রলীগ সভাপতি সাঈদুর রহমান, সাংবাদিক জাহিদুল ইসলাম প্রমুখ।
বক্তারা এলাকার বিদ্যুৎ এর প্রয়োজনীয়তা ও এর বিভিন্ন সমস্যা তুলে ধরে বলেন, পাশের উপজেলা রৌমারীতে চাহিদা ১২ মেগাওয়াট তারা সেটি-ই পাচ্ছে। পাশের দেওয়ানগঞ্জ উপজেলার ডাংধরা ইউনিয়নের চাহিদা ১২ মেগাওয়াট তারা পাচ্ছে ৮ মেগাওয়াট। রাজিবপুরের চাহিদা ১২ মেগাওয়াট দেওয়া হচ্ছে মাত্র সাড়ে ৪ মেগাওয়াট। আমরা আশ্চর্য হই পাশের এলাকার তুলনায় রাজীবপুরের এতো বৈষম্য কেন? বর্তমান বিদ্যুৎ ছাড়া কোনো কাজ-ই করা সম্ভব নয়। ২৪ ঘন্টায় আমরা বিদ্যুৎ পাচ্ছি গড়ে মাত্র ৫ থেকে ঘন্টা। এতো কম বিদ্যুৎ এর কারণে আমরা প্রতিনিয়ত বিভিন্ন সমস্যার সম্মুখীন হচ্ছি। আমরা তাদের হুশিয়ার করে বলতে চাই এমন বৈষম্য যদি সংশোধন না করেন আমরা রাজিবপুরে তীব্র আন্দোলন গড়ে তুলবো।
এবিষয়ে রাজিবপুর অভিযোগ কেন্দ্রের ইনচার্জ সোলেইমান হোসেন জানান, আমি রাজিবপুরে এক মাস হলো এসেছি। রাজীবপর বিদ্যুৎ এর লোডশেডিং এর শিকার এবং আমি নিজেও। আজ বিকেলে আমাদের (জামালপুর) পল্লী বিদ্যুৎ সমিতি বৈঠক আছে। সেই বৈঠকে এই বিষয়গুলো তুলে ধরবো। সেই সাথে উপজেলার বিদ্যুৎ সমস্যা গুলো আমি তুলে ধরার চেষ্টা করবো।
Leave a Reply