স্পোর্টস ডেস্ক: পাকিস্তানকে হোয়াইটওয়াশ করেছে বাংলাদেশ। যে পাকিস্তানের বিপক্ষে আগের ১৩ টেস্টে কখনোই জয় পায়নি বাংলাদেশ, সে পাকিস্তানকেই কিনা তাঁদের ডেরায় গিয়ে হোয়াইটওয়াশের লজ্জা দিলেন নাজমুল হাসান শান্তরা। রাওয়ালপিন্ডিতে ১ম টেস্টে ১০ উইকেটে জয়ের পর আজ মঙ্গলবার দ্বিতীয় টেস্টের শেষ দিনে ৬ উইকেটের জয় পেয়েছে বাংলাদেশ।
এ সিরিজের ফলাফল যে এমন হবে, সেটা কি সিরিজের আগে কেউ ঘুণাক্ষরেও ভাবতে পেরেছিলেন? কেউ ভাবুক আর না ভাবুক, বাবর-রিজওয়ানদের দুর্গে হানা দিয়ে বাংলাদেশে এ ঐতিহাসিক সিরিজ জয় পাকিস্তানের সাম্প্রতিক দুর্দশার রূপটাও এক অর্থে চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিল।
ঘরের মাঠে পাকিস্তান যে বাংলাদেশের সঙ্গে ভরাডুবি খেয়েছে, এমন নয়, পাকিস্তানের মাটি অনেকদিন ধরেই পাকিস্তানের পক্ষে কথা বলে না। বাংলাদেশের বিপক্ষে ম্যাচ দুটিসহ এ নিয়ে ঘরের মাঠে সর্বশেষ ১০ টেস্টের একটাতেও জিততে পারেনি পাকিস্তান। চার ড্রয়ের বিপরীতে ৬ বারই হারের তেতো স্বাদ পেয়েছেন বাবর-রিজওয়ানরা।
লাল বলের ক্রিকেটে ঘরের মাঠে পাকিস্তানের দুর্দশার শুরুটা হয়েছিল ২০২২ সালের মার্চে। অস্ট্রেলিয়ার বিপক্ষে তিন ম্যাচের সে সিরিজে প্রথম দুই টেস্ট ড্র করলেও তৃতীয় টেস্টে আর দুর্গ রক্ষা করতে পারেনি পাকিস্তান। সিরিজটা ১-০ ব্যবধানে হেরে বসেন বাবররা।
একই বছরের ডিসেম্বরে পাকিস্তান সফরে গিয়ে পাকিস্তানকে চূড়ান্ত লজ্জা দিয়ে আসে ইংল্যান্ড। বাজবলের ঝাঁঝ দেখিয়ে তিন ম্যাচের টেস্ট সিরিজ ৩-০ ব্যবধানে জিতে নেয় ইংলিশরা। ঘরের মাঠে এটাই ছিল পাকিস্তানের প্রথম হোয়াইটওয়াশের লজ্জা।
ইংল্যান্ড সিরিজ শেষ হতে না হতেই পাকিস্তান সফরে যায় নিউজিল্যান্ড। কিউইদের বিপক্ষে অবশ্য ধাক্কা সামলে ওঠে পাকিস্তান। জয় না পেলেও দুই টেস্টেই ফল অমিমাংসিত রেখে সমতায় সিরিজ শেষ করেন তারা।
Leave a Reply