আমিনুল ইসলাম,কুড়িগ্রাম প্রতিনিধি: কুড়িগ্রামের ফুলবাড়ীতে পুকুর ধারে খেলাধুলা করার সময় এক পর্যায়ে ছোট ভাই সিফাত হোসেন(৬)পুকুরের পানিতে পড়ে গিয়ে গভীর পানিতে হাবুডুবু খাচ্ছিল। ছোট ভাইয়ের খাবিখা দৃশ্য দেখে বড় বোন রিয়া মনি(১০)আর স্থির থাকতে পারেনি।ভাইকে উদ্ধারে পুকুরের পানিতে ঝাঁপিয়ে পড়ে। পরে ভাই বোনকে জড়িয়ে ধরলে দুইজনেই পুকুরের পানিতে ডুবে মারা যায়।
কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলার ভাঙ্গামোড় ইউনিয়নের সুজনের কুটি গ্রামে সোমবার সন্ধ্যা সাড়ে ৬ টায় বাড়ির পাশের পুকুর ধারে খেলার সময় এ মর্মান্তিক ঘটনা ঘটে। সন্ধ্যায় তাদের খোঁজ না মেলায় স্বজনরা উদ্বিগ্ন হয়ে বাড়ির আশপাশসহ প্রতিবেশীর খোঁজাখুঁজি শুরু করেন । এক পর্যায়ে তাঁদের মা পুকুর পাড়ে গিয়ে দেখেন ছেলের মরদেহ ভাসছে। তার আত্মচিৎকারে পরিবারের লোকজন ও প্রতিবেশীরা এসে সিফাতের মরদেহ উদ্ধার করে। এসময় পুকুর পাড়ে পরিত্যক্ত স্যান্ডেল দেখে স্বজনদের সন্দেহ দেখা দিলে পুকুরে জাল ফেলে রিয়া মনির মরদেহ উদ্ধার করা হয়। এ ঘটনায় নিহত দুই শিশুর পরিবারসহ ওই এলাকায় এক শোকের ছায়া নেমে আসে।
ফুলবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নওয়াবুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। পরবর্তীতে আইনগত ব্যবস্থ নেওয়া হবে।
Leave a Reply