অনলাইন ডেস্ক: কুড়িগ্রামের ফুলবাড়ীতে পুকুরের পানিতে ডুবে আপন ভাই-বোনের মৃত্যু হয়েছে। সোমবার বিকেল সাড়ে ৫ টার দিকে উপজেলার ভাঙ্গামোড় ইউনিয়নের সুজনের কুটি গ্রামে এ দুর্ঘটনা ঘটে।
ফুলবাড়ী থানার অফিসার ইনচার্জ (ওসি) নওয়াবুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
জানা গেছে, মারা যাওয়া দুই শিশুর একজনের নাম রিয়া মনি (১০) ও তার ছোট ভাই সিফাত হোসেন (৬)। তারা ও এলাকায় রবিউল ইসলামের সন্তান।
স্থানীয়রা জানান, সোমবার বিকেলে ভাই সিফাত হোসেন ও বোন রিয়া মনি বাড়ির পাশে পুকুর পাড়ে খেলাধুলা করতে যায়। খেলাধুলা করার এক পর্যায়ে ছোট ভাই সিফাত হোসেন পুকুরের পানিতে পড়ে গিয়ে গভীর পানিতে হাবুডুবু খেতে থাকলে, তা দেখে বোন রিয়া মনি ভাইকে উদ্ধারের জন্য পুকুরের পানিতে ঝাঁপিয়ে পড়ে। পরে ভাই–বোনকে দুইজনেই পুকুরের পানিতে ডুবে মৃত্যু হয়। এদিকে সন্ধ্যা পার হলেও দুই সন্তান বাড়িতে না ফেরায় মা সন্তানদের খুঁজতে শুরু করেন। খোঁজাখুঁজির এক পর্যায়ে মা পুকুর পাড়ে গিয়ে দেখতে পান ছেলে সিফাতের মরদেহ পানিতে ভাসছে। পরে তার মায়ের চিৎকারের পরিবারের লোকজন ও প্রতিবেশীরা এসে সিফাতের মরদেহ পুকুরের পানি থেকে উদ্ধার করে। পরে মেয়ে রিয়া মনিরও মরদেহ পুকুর থেকেই উদ্ধার করে। এ ঘটনায় নিহত দুই শিশুর পরিবারসহ ওই এলাকায় এক শোকের ছায়া নেমে আসে।
এদিকে এ বিষয়ে ফুলবাড়ী থানার অফিসার ইনচার্জ (ওসি) নওয়াবুর রহমান জানান, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। পরবর্তীতে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
Leave a Reply