অনলাইন ডেস্ক: সরাসরি সাকিব আল হাসানের মুখেই ক্যামেরা ধরে রাখলেন ক্যামেরাম্যান। মোহাম্মদ আলী মাত্র আউট হয়েছেন। অপ্রস্তুত আবরার আহমেদ তাড়াহুড়া করে মাঠে ঢুকতে চাচ্ছিলেন। গ্লাভস হাতে রেখেই হেলমেট পরতে গিয়ে গ্লাভস মাঠে পড়ে গেল। সেটা দেখে সাকিব হাসতে হাসতে ইঙ্গিত দিলেন।
কী ইঙ্গিত, সেটা বুঝতে কারও অসুবিধা হয়নি। গত ওয়ানডে বিশ্বকাপে আন্তর্জাতিক ক্রিকেটে প্রথম ব্যাটসম্যান হিসেবে অ্যাঞ্জেলো ম্যাথুসকে টাইমড আউট করেছিলেন সাকিব। আবরার হয়তো সে ভয়েই কোনোমতে গ্লাভস হাতে নিয়ে হেলমেট অর্ধেক পরেই চলে এলেন নন-স্ট্রাইকিং প্রান্তে।
তবে পাকিস্তানকে অলআউট করতে টাইমড আউট করার মতো বুদ্ধি দরকার হয়নি বাংলাদেশের। অবশ্য সাকিব নয়, বাংলাদেশি পেসাররাই পাকিস্তানের সর্বনাশ করেছেন। ১০ উইকেটই নিয়েছেন বাংলাদেশের তিন পেসার। আর পাকিস্তান অলআউট ১৭২ রানে। সিরিজ জিততে বাংলাদেশের লক্ষ্য ১৮৫ রান।
প্রথম সেশনেই নাহিদ রানা কাঁপিয়ে দিয়েছিলেন। টানা তিন ওভারে তাঁর তিন উইকেট পাকিস্তানের মিডল অর্ডারকে ভেঙে দেয়। সেটা চার উইকেট হতে পারত। কিন্তু মোহাম্মদ রিজওয়ানের ক্যাচ ফেলে দেন সাদমান।
৮১ রানে ষষ্ঠ উইকেট হারানো পাকিস্তান মধ্যাহ্নবিরতির আগে আর উইকেট হারায়নি। এবং মহামূল্যবান ৩৬ রানও এনে দিয়েছেন সালমান আগা ও রিজওয়ান।
Leave a Reply