এনামুল হক,রাজারহাট প্রতিনিধি:
দূর্নীতিবাজদের পরাস্ত কর,দুর্নীতিমুক্ত সমাজ গড়,এই প্রতিপাদ্য নিয়ে কুড়িগ্রামের রাজারহাট ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো: এনামুল হকসহ সকল প্রতিষ্ঠানে দূর্নীতিবাজদের অপসারণের দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে সর্বস্তরের ছাত্র-জনতা।
আজ ২রা সেপ্টেম্বর সোমবার দুপুরে বিক্ষোভ মিছিল উপজেলা শহরের অলিগলি প্রদক্ষিন শেষে সোনালী ব্যাংক চত্বরে সমাবেশে মিলিত হয় ছাত্র জনতা।
সমাবেশে বক্তব্য রাখেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের উপজেলা সমন্বয়ক আল মিজান মাহিন,মশিউর রহমান দুর্জয়,উপজেলা বিএনপি সভাপতি আনিচুর রহমান,সাধারণ সম্পাদক সাইদুল ইসলাম,উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক আনিছুর রহমান লিটন,রাজারহাট ইউপি সদস্য সহিদুল ইসলাম ব্যাপারী,ইউপি সদস্য লাভলু মিয়া,বাবলু মিয়াসহ আরও অনেকে।বক্তারা এসময়ে উপজেলার সকল প্রতিষ্ঠানে অন্তর্গত দুর্নীতিবাজদের অপসারণ দাবি করেন।
Leave a Reply