এনামুল হক,রাজারহাট প্রতিনিধি:
রাজারহাট উপজেলার নাখেন্দা ব্লকের দায়িত্বরত উপসহকারী কৃষি কর্মকর্তা মো: আতাউর রহমানের অবসরোত্তর বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে রাখেন উপজেলা কৃষি অফিসার(ভারপ্রাপ্ত) হৈমন্তী রানী।
আজ ১ সেপ্টেম্বর (রোববার) বিকাল চার ঘটিকায় রাজারহাট উপজেলার ঘড়িয়াল ডাঙ্গা ইউনিয়নের নাখেন্দা সেনপাড়া ব্লকের কৃষক/কৃষাণী আয়োজিত শ্রী উৎপল কুমার বসুনিয়ার সভাপতিত্বে অবসরোত্তর বিদায়ী সংবর্ধনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসার মো: শাহিন আলী সরদার,উপসহকারী কৃষি কর্মকর্তা রামকৃষ্ণ রায়,উপসহকারী দদিচি মোহন্ত,উপসহকারী উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা মোস্তাফিজার রহমান,কৃষক নুর আলম,সুদর্শন বসুনিয়া,অশ্বিনী রায়,দীনেশচন্দ্র বর্মন,শ্রী রনজিৎ চন্দ্র সেন,দুলালী রানী রায়,কৃষানী পূর্ণিমা রানী,প্রতিমা রাণী ও শান্তনা রানী প্রমুখ।
Leave a Reply