1. atik@kurigramsongbad.com : atik :
  2. editor1@kurigramsongbad.com : কুড়িগ্রাম সংবাদ :
  3. sifat@kurigramsongbad.com : sifat :
  4. siteaccess@pixelsuggest.com : কুড়িগ্রাম সংবাদ :
সাম্প্রতিক :
কুড়িগ্রাম-১ আসনে ডা. ইউনুছ আলীর মনোনয়ন দাবিতে নাগেশ্বরীতে বিক্ষোভ মিছিল বিশ্ব ডায়াবেটিস দিবস উপলক্ষে রাজারহাটে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত কুড়িগ্রামে ‘নো প্রমোশন নো ওয়ার্ক’ স্লোগানে সাধারণ শিক্ষা ক্যাডার প্রভাষকদের অবস্থান কর্মসূচি ভূরুঙ্গামারীতে গম প্রদর্শনীর উপকরন বিতরণ ঐক্যের বার্তা নিয়ে ভেসপাবস-এর ফ্যামিলি নাইট ও ডিনার অভ্যর্থনা বাংলাদেশ ব্র্যান্ড ফোরামের আয়োজন ১৪তম কমিউনিকেশন সামিট অনুষ্ঠিত ভূরুঙ্গামারীতে এলজিইডি’র গ্রামীন অবকাঠামোগত প্রকল্পে  উন্নয়নের ছোঁয়া কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে কুড়িগ্রামে ইসলামী সমমনা ৮ দলের বিক্ষোভ মিছিল ফুলবাড়ীতে বিজিবির বিশেষ অভিযানে ১৪৬ বোতল ভারতীয় ইস্কাফ সিরাপ জব্দ কুড়িগ্রামে নাশকতা বিরোধী বিশেষ অভিযানে আরও ১২ জন গ্রেফতার তিন দিনে গ্রেফতার ৫১ আওয়ামী লীগ কর্মী–নেতা

হাসান মাহমুদের ভাইয়ের দখল থেকে আরও ১০০ একর বনভূমি উদ্ধার

  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৯ আগস্ট, ২০২৪
  • ৬৩ বার পড়া হয়েছে

অনলাইন ডেস্ক: চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলার পদুয়া ইউনিয়নের খুরুশিয়া বনবিট এলাকায় অভিযান চালিয়ে সাবেক পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদের ছোট ভাই এরশাদ মাহমুদের দখলে থাকা আরও ১০০ একর বনভূমি উদ্ধার করা হয়েছে।

বৃহস্পতিবার (২৯ আগস্ট) অভিযান চালিয়ে এ পরিমাণ বনভূমি উদ্ধার করে বনবিভাগ।

সংশ্লিষ্টরা জানান, গত ২৬ আগস্ট থেকে এ পর্যন্ত চার দিনে এরশাদ মাহমুদের দখলে থাকা ২০০ একর বনভূমি উদ্ধার হয়েছে। গত ১৫ বছর ধরে তার দখলে থাকা বনের সব জায়গা এভাবে পর্যায়ক্রমে উদ্ধার করা হবে।

বনবিভাগ সূত্র জানায়, ২০০৯ সালের পর থেকে বড়ভাই হাছান মাহমুদের প্রভাব খাটিয়ে বনবিভাগের মালিকানাধীন পাহাড় থেকে শুরু করে জলাশয়, সমতল ভূমি সবকিছুই দখল করতে থাকেন এরশাদ মাহমুদ। বনবিভাগের জায়গায় তিনি গড়ে তোলেন পর্যটন কেন্দ্র, বাংলো, বাগান, গয়াল ও গরুর খামারসহ নানা স্থাপনা। বিভিন্ন জলাশয়গুলো দখলে নিয়ে করেন মাছচাষ। উপজেলার পদুয়া ইউনিয়নের খুরুশিয়া রেঞ্জের সুখবিলাস থেকে শুরু করে দুধপুকুরিয়া এবং অন্যদিকে পূর্ব খুরুশিয়া এই তিনবিটে এখন পর্যন্ত ২০০ একর বনের জায়গা তার দখল থেকে উদ্ধার করা হয়েছে।

বনবিভাগের খুরুশিয়া রেঞ্জ কর্মকর্তা মোহাম্মদ আশরাফুল ইসলাম জানান, চট্টগ্রাম দক্ষিণ বনবিভাগের বিভাগীয় বন কর্মকর্তা আবদুল্লাহ আল মামুনের সার্বিক দিকনির্দেশনায় খুরুশিয়া রেঞ্জের কর্মীরা গত চারদিন ধরে উচ্ছেদ কাজ চালিয়ে যাচ্ছেন। বৃহস্পতিবার খুরুশিয়া বিট এলাকা থেকে ১০০ একর বনভূমি উদ্ধার করা হয়েছে। তিনি জানান, জায়গাগুলো মহিষের চারণভূমি হিসেবে ব্যবহার করতেন এরশাদ মাহমুদ। পাশেই বিশাল একটি পুকুরে মাছ চাষ করা হচ্ছিলো। সরকার পতনের পর সেখানে স্থানীয়রা ১০টি টিনের ঘর বেঁধে দখল প্রক্রিয়া চালান। অভিযানে সবগুলো ঘর উচ্ছেদ করা হয় এবং পুকুরের পাড় কেটে পানি বের করে দেওয়া হয়। উচ্ছেদকৃত জায়গায় বনায়ন করা হবে। এছাড়া, তার দখলে থাকা বনবিভাগের মালিকানাধীন অন্যান্য জায়গাও পর্যায়ক্রমে দখলমুক্ত করা হবে।

সূত্র : বাসস

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটেগরিতে আরো খবর


Kurigram Songbad © 2025. All Rights Reserved.
Built with care by Pixel Suggest
error: Content is protected !!