আমিনুল ইসলাম,ফুলবাড়ী প্রতিনিধি:
কুড়িগ্রামের ফুলবাড়ীতে ২০২৪-২৫ অর্থ বছরে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় খরিপ-২ মৌসুমে ৬৫ জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে বিনামূল্যে মাসকলাই বীজ ও রাসায়নিক সার বিতরণ করা হয়েছে।
আজ বৃহস্পতিবার বিকেল সাড়ে ৪টায় ফুলবাড়ী কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে উপজেলা কৃষি কার্যালয় চত্বরে এ বীজ ও সার বিতরণ করা হয়। এ সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা( ইউএনও)রেহেনুমা তারান্নুম, কুড়িগ্রাম খামার বাড়ি উপ-পরিচালক আসাদুজ্জামান,উপজেলা কৃষি কর্মকর্তা নিলুফা ইয়াসমিন, সহকারী কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মোঃ রায়হান আলমসহ উপসহকারী কর্মকর্তা ও চাষিরা উপস্থিত ছিলেন। প্রত্যেক কৃষককে ৫কেজি মাসকলাই বীজ,১০কেজি ডাই অ্যামোনিয়াম ফসফেট(ডিএমপি) এবং ৫কেজি করে পটাশ সার প্রদান করা হয়।
Leave a Reply