আমিনুল ইসলাম,কুড়িগ্রাম প্রতিনিধি:
কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে ছাত্রীর শ্লীলতাহানির অভিযোগে সোনাহাট দ্বি-মূখী উচ্চ বিদ্যালয়ের গনিত বিষয়ের শিক্ষক মঞ্জুরুল আলমকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।
গতকাল বুধবার সন্ধ্যায় বিদ্যালয় পরিচালনা কমিটির এক জরুরী সভায় এ সিদ্ধান্ত নিয়ে আজ আদেশ দেওয়া হয়।
খোঁজ নিয়ে জানা গেছে, কয়েক দিন আগে সোনাহাট দ্বি-মূখী উচ্চ বিদ্যালয়ের বিএসসি শিক্ষক মঞ্জুরুল আলম এর কাছে প্রাইভেট পড়তে যান ওই বিদ্যালয়ের দশম শ্রেনির এক ছাত্রী। ওই ছাত্রীকে একা পেয়ে অনৈতিক উদ্দেশ্যে শরীর স্পর্শ ও কুপ্রস্তাব দেয় শিক্ষক মন্জুরুল ইসলাম। পরে বিষয়টি গোপন রাখতে বলেন।
পরে ভূক্তভোগী ছাত্রী তার এক বান্ধবীকে ঘটনাটি জানায়। ধীরে ধীরে ঘটনাটি সকল শিক্ষার্থীদের মাঝে পৌছে গেলে গতকাল বুধবার (২৮ আগস্ট ) দুপুরে বিদ্যালয়ের সকল ছাত্র-ছাত্রীরা অভিযুক্ত শিক্ষকের পদত্যাগের দাবীতে মানববন্ধন ও প্রতিবাদ মিছিল করে। এক পর্যায় প্রধান শিক্ষকের কক্ষে অভিযুক্ত শিক্ষককে অবোরুদ্ধ করে রাখে। পরে ওই শিক্ষককে বিদ্যালয় থেকে বরখাস্ত ও দৃষ্টান্ত মূলক শাস্তির দাবিতে একটি মিছিল নিয়ে সোনাহাট কলেজ মোড় ও বাজার হয়ে পুনরায় বিদ্যালয় মাঠে এসে শেষ হয় । এরপর প্রধান শিক্ষক বরাবরে একটি লিখিত অভিযোগ দাখিল করেন। পরে প্রধান শিক্ষক বিদ্যালয় পরিচালনা পরিষদ ও শিক্ষকদের নিয়ে জরুরী সভা ডাকেন। সভায় অভিযোগের সত্যতা পাওয়ার অভিযুক্ত গণিত বিষয়ের শিক্ষক মঞ্জুরুল আলমকে সাময়িক বরখাস্তের সিদ্ধান্ত গৃহীত হয়।
এ বিষয়ে অভিযুক্ত শিক্ষক মুঞ্জুরুল আলম এর সাথে মুঠোফোনে যোগাযোগ করা হলে ফোনটি বন্ধ পাওয়া যায়।
বিদ্যালয়টির প্রধান শিক্ষক আলমগীর হোসেন জানান, ভূক্তভোগী শিক্ষার্থীর লিখিত অভিযোগের সত্যতা পাওয়ায় অভিযুক্ত শিক্ষককে বরখাস্ত করা হয়েছে।
Leave a Reply