আমিনুল ইসলাম, ফুলবাড়ী প্রতিনিধি:
সুস্থধারার রাজনীতি ফিরিয়ে আনতে আমার বাংলাদেশ পার্টির (এবি পার্টি) ছাত্র সংগঠন ‘ছাত্র গণ অধিকার পরিষদ’ কুড়িগ্রামের ফুলবাড়ীতে পরিচিতি মিছিল ও সমাবেশ করেছে।
শুক্রবার বিকেল সাড়ে ৫টায় ছাত্র গণ অধিকার পরিষদ ফুলবাড়ী শাখা এ কর্মসূচির আয়োজন করে। এসময় একটি মিছিল শান্তির আহ্বান জানিয়ে উপজেলা সদরের প্রধান রাস্তা প্রদক্ষিণ শেষে জিরো পয়েন্ট এসে শেষ হয়। এখানে এক সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন ছাত্র গণ অধিকার পরিষদ সভাপতি খাদিমুল ইসলাম হাসু, সাধারণ সম্পাদক জুবায়দুল ইসলাম লিটন ও সাংগঠনিক সম্পাদক এ বি সুমন শেখ। উল্লেখ্য গত ২০ আগস্ট ছাত্র গণ অধিকার পরিষদের ৭২ সদস্যর কমিটি গঠন করা হয় । তাদের জানান দিতে পরিচিতি মিছিল ও সমাবেশের আয়োজন করা হয়।
Leave a Reply