আমির ফয়সাল, ভূরুঙ্গামারী প্রতিনিধি:
Punctuality Brings Success শিরোনামে মাকসুদা আজিজ ফাউন্ডেশন এর পৃষ্ঠপোষকতায় সেমিনার অনুষ্ঠিত হয়। সেমিনারে ভূরুঙ্গামারী উপজেলার ১০ টি ইউনিয়নের বিভিন্ন সংগঠন এবং সংগঠনের বাইরের প্রায় ১০০ জন শ্রোতা অংশগ্রহণ করে।
সেমিনারে Punctuality Brings Success – নিয়ে আলোচনা করেন প্রফেসর ডা. মো. মিফতাউল ইসলাম মিলন, অধ্যাপক, দন্ত বিভাগ, টিএমএসএস মেডিকেল কলেজ, বগুড়া ও সাধারণ সম্পাদক, ভূরুঙ্গামারী উন্নয়ন সোসাইটি। আলোচনায় তিনি সময়নিষ্ঠা নিয়ে বিভিন্ন তথ্য, নির্দেশনা, উপদেশ এবং অনেক পদ্ধতি শেয়ার করেন। আলোচনা শেষে, প্রতিটি ইউনিয়ন থেকে ৩ জন প্রতিনিধি নির্বাচন করে ১০টি টিম গঠন করা হয়। এই টিমগুলোর মাধ্যমে প্রতিটি ইউনিয়নে একটি করে মিনি লাইব্রেরি প্রতিষ্ঠা করা হবে। পরবর্তীতে প্রতিনিধি বৃদ্ধি করে কার্যক্রম পরিচালনা করা হবে।
আলোচনা অনুষ্ঠানের পর প্রশ্নোত্তর পর্ব রাখা হয়, প্রশ্নোত্তর পর্বে বিভিন্ন ইউনিয়ন থেকে আগত শ্রোতারা প্রশ্ন করেন এবং আলোচক উত্তর প্রদান করেন।
প্রশ্নোত্তর পর্ব শেষে কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। কুইজের মাধ্যমে ১৪ জনকে পুরষ্কৃত করা হয়। এবং পরবর্তী কার্যক্রমের আপডেট ঘোষণা করে প্রোগ্রামের সমাপ্তি করা হয়।
Leave a Reply