আমিনুল ইসলাম, কুড়িগ্রাম প্রতিনিধি :
কুড়িগ্রামের ফুলবাড়ীতে বিএনপির লোকজনকে হত্যার উদ্দেশ্যে ও বাড়িঘর, ব্যবসা প্রতিষ্ঠানে হামলা, ভাংচুর ও লুটপাটের অভিযোগে আওয়ামী লীগ নেতা ও সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান, ইউপি চেয়ারম্যান,আওয়ামী লীগ সাধারণ সম্পাদক, যুবলীগ সভাপতি ও সাধারণ সম্পাদক, ছাত্রলীগ সভাপতি ও সাধারণ সম্পাদকসহ ৮৬ জনের বিরুদ্ধে পৃথক দুটি মামলা হয়েছে। এতে আরও ১০০-১৫০ জনকে অজ্ঞাত হিসেবে রাখা হয়েছে।
গত বুধবার রাত ১১ টায় ফুলবাড়ী উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ন আহ্বায়ক আরিফুল ইসলাম আরিফ ও উপজেলা বিএনপির প্রচার সম্পাদক মোজাফফর হোসেন বাদী হয়ে ফুলবাড়ী থানায় এ মামলা দায়ের করেন। থানার পরিদর্শক ( তদন্ত) নাজমুস সাকিব সজীব বিষয়টি নিশ্চিত করেছেন। মামলার এজাহার সূত্রে জানা যায়, আসামীরা দেশীয় অস্ত্রসস্ত্রে সজ্জিত হয়ে গত ৪ আগস্ট বাদীর লোকজনকে হত্যা ও বাড়ি ঘর,ব্যবসা প্রতিষ্ঠানে হামলা চালিয়ে ভাঙচুর ও লুটপাট চালায়। এ সময় আসামীদের হামলায় বাদী পক্ষের কমপক্ষে দশজন গুরুতর আহত হয়।
ফুলবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নওয়াবুর রহমান মামলার সত্যতা নিশ্চিত করে জানান, একটি মামলায় ৮৫ জন এবং অন্যটিতে ৮৬ জনসহ আরও ১০০-১৫০ জন অজ্ঞাত আসামী করে মামলা রুজু হয়েছে। মামলার তদন্ত কার্যক্রম চলমান রয়েছে।
Leave a Reply