আমিনুল ইসলাম,কুড়িগ্রাম প্রতিনিধি: ঘুষ নেয়ার অপরাধে ছাত্র- জনতার আন্দোলনের মুখে নিজে পদে ইস্তেফা দিলেন কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার কেদার ইউনিয়ন ভূমি-উপসহকারী কর্মকর্তা হুসাইন মোহাম্মদ রাসেল। তিনি দীর্ঘদিন থেকে সেবা প্রত্যাশীদের নিকট দাবী করে মোটা অংকের ঘুষ নিতেন।
এ অভিযোগে বুধবার সকাল থেকে ছাত্র- জনতা ঘুষের টাকা ফেরত ও তার শাস্তির দাবীতে অফিস ঘেরাও করে বিক্ষোভ করেন। বিক্ষোভকারী ছাত্র জনতা জানায়,গত মঙ্গলবার সকালে মাসুদ নামের একজন সেবা প্রত্যাশির কাছে দাখিলা বাবদ ১ হাজার টাকার স্থলে ১৩ হাজার আদায় করেন । তার পক্ষে এ টাকা আদায় করেন অফিস সহায়ক হুমায়ুন কবীর। বুধবার বিষয়টি জানাজানি হলে সকালে ছাত্র জনতা কেদার ভুমি অফিস ঘেরাও করে বিক্ষোভ করেন। পরে অভিযোগকারী মাসুদের দেওয়া তথ্যমতে ছাত্রজনতা অফিস সহায়ক হুমায়ুন কবীর ও ভুমি কর্মকর্তা হুসাইন মোহাম্মদ রাসেলকে জিজ্ঞাসাবাদে অতিরিক্ত টাকা আদায়ের বিষয়টি বেরিয়ে আসে। তৎক্ষণাৎ এ টাকা ফেরত দেয় অফিস সহায়ক।
এরপর উত্তেজিত ছাত্র জনতা অফিস ঘেরাও করে বিক্ষোভ প্রদর্শন করেন। এসময় ছাত্রদের কাছে অনেক ভূক্তভোগী অভিযোগ নিয়ে আসেন। দুপুর হতেই বিক্ষোভের তীব্রতা বৃদ্ধি পায়। পরে ছাত্র জনতার দাবির মুখে নিজের দোষ স্বীকার করে পদত্যাগের ঘোষণা দেন ওই কর্মকর্তা। এরপর জনপ্রশাসন মন্ত্রণালয়ের সচিব বরাবর একটি ইস্তেফা পত্র লিখে দস্তখত করে ছাত্রজনতার কাছে দেন তিনি।
এসময় অফিসের ছাদে উঠে ওই কর্মকর্তা উপস্থিত বিক্ষোভকারী ছাত্র জনতার উদ্দেশ্যে নিজ কর্মের জন্য মাফ চান । জনতা তার কৃতকর্মের শান্তি হিসেবে গলায় জুতার মালা পরিয়ে দেয়। ভূমি অফিসের অফিস সহায়ক হুমায়ুন কবীর বলেন, গতকাল মাসুদ নামের একজন সেবা প্রত্যাশী জমির খাজনা দিতে এলে তার নিকট দাখিলা বাবদ ১৩হাজার টাকা আদায় করা হয়। এর মধ্যে ১হাজার ৪০ টাকা সরকারী ফি । বাকী টাকা উৎকোচ। গতকাল স্যার ( ভূমি উপসহকারী) অফিসে ছিলেন না। তার সাথে ফোনে কথা বলে এই টাকা রেখে দিয়েছিলাম। এখান থেকে স্যার সাড়ে সাত হাজার টাকা নিতেন বাকী টাকা আমি নিতাম। আজ (বুধবার) ছাত্রজনতা বিষয়টা জেনে গেলে সেবা গ্রহীতাকে সব টাকা ফেরত দিয়েছি।
ভূমি উপসকারী হুসাইন মোহাম্মদ সকল অনিয়ম ও ঘুষ নেয়ার কথা স্বীকার করে জানান, তিনি নিজ অপরাধের জন্য ক্ষমা চেয়ে ইস্তেফা পত্র দিয়েছেন।
এদিকে বিকাল ৫টার দিকে খবর পেয়ে নাগেশ্বরী উপজেলা নির্বাহী কর্মকর্তা সিব্বির আহম্মেদ ঘটনা স্থলে এসে ছাত্র জনতার কথা শোনেন । এসময় ভূমি উপসহকারীর ইস্তেফাপত্র ছাত্ররা তার নিকট হস্তান্তর করেন। পরে তাকে চাকুরী থেকে অব্যাহতি ও ঘুষের টাকা ফেরত দেয়ার আশ্বাস দিয়ে ভূমি উপসহকারীকে নিজ জিম্মায় নেন ।
নাগেশ্বরী উপজেলা নির্বাহী কর্মকর্তা( ইউএনও ) সিব্বির আহমেদ জানান, ভূমি উপসহকারীকে সাময়ীক বরখাস্ত করে ইস্তেফাপত্র জনপ্রসাশন মন্ত্রণালয়ে পাঠানো হবে। সেবাপ্রত্যাশীদের ঘুষের টাকার লেনদেনের যথাযথ প্রমান দিলে টাকা ফেরতের উদ্যোগ গ্রহণ করা হবে।
Leave a Reply