অনলাইন ডেস্ক: পাবলিক ইউনিভার্সিটি স্টুডেন্টস অ্যাসোসিয়েশন অব রাজিবপুর (পুসার) এর নতুন কমিটি ঘোষণা করা হয়েছে।
গতকাল বুধবার (২০ আগস্ট) রাতে ১৪ সদস্যের মনিটরিং সেল এর ফিরোজ মাহমুদ,সিফাত ভূঁইয়া,মেহফুজ আহমেদ, গোলজার হোসেন,নাজমুল আহসান খোকন,জিয়াউল হক, জাহিদ হাসান ও রোকনুজ্জামানের স্বাক্ষরিত ৪র্থ কমিটিতে সভাপতি হিসেবে দায়িত্বপ্রাপ্ত হন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের আব্দুল্লাহ হিল হাদী ও সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্বপ্রাপ্ত হন রংপুর মেডিকেল কলেজের আহসান মুজাহিদ।
পুসারের নবগঠিত কমিটির সহ সভাপতির দায়িত্বে রয়েছে নাজমুল হাসান(রাবি),আক্তার হোসেন জীবন(বেরোবি), মনির হোসেন(বেরোবি)। যুগ্ম সাধারণ সম্পাদকের দায়িত্বে রয়েছেন আতিকুর রহমান(বাকৃবি),মোজাম্মেল হক হৃদয়(বেরোবি), জেবুন্নেসা ঐশী(জামেক)।
সাংগঠনিক সম্পাদকের দায়িত্বে রয়েছে আব্দুলাহ আল মামুন(বাকৃবি), মেহেদী হাসান(বুয়েট)। অর্থ সম্পাদকের দায়িত্বে রয়েছেন শিহাবুন্নবী আনন্দ(রমেক)।দপ্তর সম্পাদকের দায়িত্ব মনোয়ার হোসেন(রাবিপ্রবি) সহ অনেকেই রয়েছেন নতুন কমিটিতে।আগামী ২৭ আগষ্ট পূনাঙ্গ কমিটি ঘোষণা করা হবে বলে জানা যায়।
উল্লেখ্য, আমাদের রাজিবপুর, আমাদের দায়িত্ব স্লোগানকে ধারণ করে রাজিবপুরে শিক্ষার্থীদের নানাভাবে সহায়তা করে আসে পুসার। সংগঠনটির লক্ষ্য ও উদ্দেশ্য হচ্ছে উপজেলার শিক্ষার্থী শিক্ষা বিষয়ক সেমিনার করা, দুস্থ মেধাবী শিক্ষার্থীদের আর্থিক সহায়তা প্রদান, অর্থনৈতিক ফান্ড গঠন, শিক্ষার্থীদের মেধা মূল্যায়ন করা, শিক্ষার্থীদের স্কিল ডেভেলপমেন্ট করা ও সময়োপযোগী সামাজিক কর্মকান্ড পরিচালনা করা।
Leave a Reply