আমিনুল ইসলাম,কুড়িগ্রাম প্রতিনিধি:
কুড়িগ্রামে কমিউনিটি ভিত্তিক জলবায়ু সহনশীলতা ও নারীর ক্ষমতায়ন বিষয়ে জেন্ডার সমতা ও জলবায়ু জোট সভা অনুষ্ঠিত হয়েছে।
আজ ২০ আগষ্ট (মঙ্গলবার) সকালে কুড়িগ্রাম অভিনন্দন কনভেনশন সেন্টারে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন জোটের সভাপতি বিশিষ্ট সাংবাদিক সফি খান। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সাবেক সিভিল সার্জন ডা. এস.এম আমিনুল ইসলাম, মহিলা পরিষদের সভানেত্রী রওশন আরা চৌধুরী, নারী উদ্যোগতা ফরিদা পারভীন, শিশু নিকেতন মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক প্রতীমা চৌধুরী, গণমাধ্যমকর্মী হুমায়ুন কবির সূর্য, ইউসুফ আলমগীর, এমজেএসকেস প্রকল্প সমন্বয়কারী লুৎফর রহমান, ফ্রেন্ডশীপের আঞ্চলিক সমন্বয়কারী আব্দুস সালাম প্রমুখ।
উদ্যোক্তা মহিদেব যুব সমাজ কল্যাণ সমিতির পক্ষ থেকে জানানো হয়, কুড়িগ্রামের ব্রহ্মপুত্র ও ধরলা নদী বিধৌত দুই ইউনিয়ন যাত্রাপুর ও পাঁচগাছিতে লক্ষাধিক মানুষের মধ্যে জলবায়ু সহনশীলতা ও নরীর ক্ষমতায়ন বিষয়ে কাজ করা হচ্ছে। কৃষি, প্রাণিসম্পদসহ বিভিন্ন উদ্যোগের মাধ্যমে নারীর অর্থনৈতিক স্বাবলম্বী করার কাজ চলমান রয়েছে। প্রকল্পটিতে আর্থিকভাবে সহযোগিতা করছে মানুষের জন্য ফাউন্ডেশন ও সুইডেন সরকার।
Leave a Reply