নিজস্ব প্রতিনিধি, কুড়িগ্রাম: কুড়িগ্রামে স্থানীয় প্রশাসন ও পুলিশের সরকারি মোবাইল নাম্বার ক্লোন করে বিভিন্ন ব্যক্তির কাছে টাকা দাবি করার অভিযোগ উঠেছে। এ নিয়ে জেলা প্রশাসন ও জেলা পুলিশের পক্ষ থেকে সকলকে সতর্ক থাকার অনুরোধ জানানো হয়েছে। জেলা প্রশাসক মোহাম্মদ সাইদুল আরীফ এবং পুলিশ সুপার (এসপি) আল আসাদ মো. মাহফুজুল ইসলামের সাথে কথা বলে এমন তথ্য নিশ্চিত হওয়া গেছে।
জেলা প্রশাসন সূত্রে জানা গেছে, শুক্রবার রৌমারী উপজেলা নির্বাহী অফিসারের (ইউএনও) সরকারি নাম্বার ক্লোন করে উপজেলা কৃষি কর্মকর্তা, উপ-সহকারী কৃষি কর্মকর্তা ও এক দাঁতভাঙা ইউনিয়ন পরিষদ সচিবকে ইউএনও পরিচয়ে ফোন করে টাকা দাবি করে প্রতারক চক্র। ঘটনাগুলো ইউএনওকে জানালে তারা নাম্বার ক্লোন হওয়ার বিষয়টি নিশ্চিত হন। পরে ইউএনও বাদী হয়ে রৌমারী থানায় সাধারণ ডায়রি (জিডি) করেন।
রৌমারী ইউএনও নাহিদ হাসান খান বলেন, ‘ তিনজন সরকারি অফিসার ছাড়াও আরও কয়েকজনকে ইউএনও পরিচয়ে দিয়ে ফোন করা হয়েছে। এটি প্রতারক চক্রের কাজ। এ নিয়ে থানায় জিডি করেছি। এছাড়াও প্রতারকদের এ ধরণের ফাঁদে পা না দিতে সর্বসাধারণকে সতর্ক থাকতে বলা হয়েছে।’
এদিকে জেলা প্রশাসনের ফেসবুক পেজ ‘ডিসি কুড়িগ্রাম’ ও পুলিশের ‘জেলা পুলিশ, কুড়িগ্রাম’ পেজে পোস্ট দিয়ে সর্বসাধারণকে সতর্ক থাকার অনুরোধ জানানো হয়েছে। ‘ডিসি কুড়িগ্রাম’ পেজে বলা হয়েছে, ‘ এতদ্বারা সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, একটি প্রতারক চক্র মোবাইল ফোন নম্বর ক্লোন করে ভুয়া ফোন কল করে মানুষকে বিভিন্নভাবে প্রতারিত করার চেষ্টা করছে। এ ধরণের ভুয়া ফোন কল হতে সংশ্লিষ্ট সকলকে সতর্ক ও সচেতন থাকার অনুরোধ করা হলো।’ একই ধরণের বার্তা দেওয়া হয়েছে ‘জেলা পুলিশ, কুড়িগ্রাম’ পেজে।
এসপি আল আসাদ মো. মাহফুজুল ইসলাম বলেন, ‘সরকারি অফিসারদের নাম্বার ক্লোন করে বিভিন্ন জনের কাছে টাকা দাবি করার ঘটনা ঘটছে। এ নিয়ে সকলকে সতর্ক থাকার অনুরোধ করা হয়েছে। প্রতারকচক্রকে চিহ্নিত করে আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য আইনশৃঙ্খলাবাহিনী কাজ করছে।
Leave a Reply