অনলাইন ডেস্ক: বিভিন্ন স্থানে সংখ্যালঘুদের ওপর নির্যাতনের খবরকে গুজব ও সাজানো নাটক বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সমস্ত হামলার ঘটনা রাজনৈতিক, কোনো ধর্মীয় ইস্যুতে নয় বলেও মন্তব্য করেন তিনি।
বুধবার সকালে ঠাকুরগাঁওয়ে নিজ বাসভবনে বিএনপি মহাসচিব এসব কথা বলেন।
এসময় মির্জা ফখরুল আরো বলেন, ‘একটি বিদেশি চক্র ছাত্র জনতার বিজয়কে নস্যাৎ করতে চায়। তারাই দেশে সংখ্যালঘু নির্যাতনের অলীক কাহিনী প্রচার করছে।’
বিএনপি মহাসচিব আরো বলেন, ‘ঠাকুরগাঁওয়ে যে সকল হামলার ঘটনা ঘটেছে তা সম্পূর্ণ রাজনৈতিক। কোন ধর্মীয় ইস্যুতে নয়। এছাড়া দলের কারো বিরুদ্ধে সহিংসতার প্রমাণ পেলে তাকে তাৎক্ষণিক বহিষ্কার করা হবে।’
এদিকে নীলফামারীর সৈয়দপুরে মির্জা ফখরুল ইসলাম আলমগীর জানান, ‘আওয়ামী লীগ মাঠে থাকলে সর্বশক্তি দিয়ে তাদের প্রতিহত করতে হবে। এছাড়া রংপুরে শিক্ষার্থী আবু সাঈদের কবর জিয়ারত শেষে পরিবারের সঙ্গে দেখা করেন বিএনপি মহাসচিব। এসময় সাইদ হত্যার বিচার ও তার পরিবারকে সব ধরনের সহায়তার আশ্বাস দেন তিনি।
Leave a Reply