বিশেষ প্রতিবেদক:
রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে সম্প্রতি বৈষমবিরোধী ছাত্র আন্দোলনে শিক্ষার্থীদের দাবির পরিপ্রেক্ষিতে সব ধরনের রাজনীতি সাময়িকভাবে নিষিদ্ধ করেছে কর্তৃপক্ষ।
গতকাল রবিবার (১১ আগস্ট, ২০২৪) রাতে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার প্রকোশলী মোহাম্মদ আলমগীর চৌধুরী স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে দলীয় রাজনীতি বন্ধ ঘোষণার কথা জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, শিক্ষার্থীদের দাবির প্রেক্ষিতে ক্যাম্পাসে সকল প্রকার দলীয় রাজনৈতিক সংগঠনের কার্যক্রম সাময়িকভাবে নিষিদ্ধ করা হলো। পরবর্তী উপাচার্য নিয়োগের পর যথাযথ প্রক্রিয়া ও সরকারি সিদ্ধান্তক্রমে স্থায়ীভাবে এ বিষয়ে সিদ্ধান্ত নেয়া হবে এবং অমান্যকারীদের বিরুদ্ধে যথাযথ আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।
গত বৃহস্পতিবার (৭ আগস্ট) ক্যাম্পাসে সব ধরনের লেজুড়বৃত্তিক রাজনীতি নিষিদ্ধসহ আট দফা দাবি নিয়ে বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভ করেন শিক্ষার্থীরা।
তারা দাবি করেন এখন থেকে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে কোনো শিক্ষার্থী, শিক্ষক, কর্মকর্তা-কর্মচারী রাজনৈতিক কর্মকাণ্ড চালাতে পারবেন না।
এ সিদ্ধান্তের আগে গত ৯ আগস্ট বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মো. হাসিবুর রশীদ পদত্যাগ করেন। তার আগে গত ৬ আগস্ট প্রক্টর, পরিবহন পুলের পরিচালক, লাইব্রেরি পরিচালক, বঙ্গবন্ধু হলের প্রভোস্ট, বহিরাঙ্গন বিভাগের পরিচালক এবং ছাত্র উপদেষ্টা ও পরামর্শ দপ্তরের পরিচালক পদত্যাগ করেন এবং পরে শেখ ফজিলাতুন্নেছা হলের প্রভোস্ট ও পদত্যাগ করেন।
Leave a Reply