রাজারহাট (কুড়িগ্রাম) প্রতিনিধি:
আজ ১২ আগস্ট প্রয়াত সাংবাদিক আলমগীর কবিরের ১৭তম মৃত্যুবার্ষিকী ।বাঙালী জাতির মহান পেশা সাংবাদিকতায় রাজারহাট উপজেলায় উজ্জ্বল নক্ষত্র প্রয়াত আলমগীর কবিরের মৃত্যুবার্ষিকীতে শ্রদ্ধায় স্মরণ করেন কর্মরত বিভিন্ন পত্রিকায় কর্মরত সাংবাদিকসহ বিভিন্ন শ্রেণি পেশার গুণিজন।তিনি ২০০৭ সালের (১২ আগস্ট) রোববার রাত সাড়ে ১২টায় মরণব্যাধি ক্যান্সারে আক্রান্ত হয়ে নিজবাড়িতে জীবনের শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
মৃত্যুকালে তিনি দৈনিক করতোয়া পত্রিকার রাজারহাট উপজেলা প্রতিনিধির দায়িত্ব পালন করেন। মৃত্যুকালে পৃথিবীতে স্ত্রী ও দুই সন্তান রেখে যান।সাংবাদিক আলমগীর কবির রাজারহাট সদর ইউপির মেকুরটারী গ্রামের মৃত কছর উদ্দিন ব্যাপারীর পুত্র।তাহার মৃত্যুবার্ষিকীতে গভীর শ্রদ্ধা, রুহের মাগফেরাত ও পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করেন অনেকেই।
Leave a Reply