অনলাইন ডেস্ক: নাইজেরিয়ায় নৌকায় বিস্ফোরণে ২০ জনের মৃত্যু। নাইজেরিয়ায় প্রায়ই নৌ দুর্ঘটনার খবর পাওয়া যায়।
নাইজেরিয়ায় একটি নদীতে নৌকা বিস্ফোরণে অন্তত ২০ জন নিহত হয়েছে। গত বুধবার উপকূলীয় বায়েলসা রাজ্যের একটি নদীতে এই দুর্ঘটনা ঘটে। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে এ তথ্য জানা যায়।
বায়েলসার পুলিশের মুখপাত্র মুসা মুহাম্মদ জানান, নৌকাটিতে করে ব্যবসায়ীরা উপকূলীয় এলাকাগুলোতে পণ্য নিয়ে যাচ্ছিল। পথিমধ্যে নৌকায় আগুন লাগে এবং বিস্ফোরণ হয়।
নাইজেরিয়ায় প্রায়ই নৌ দুর্ঘটনার খবর পাওয়া যায়। গত জানুয়ারিতে দেশটির উত্তর মধ্যাঞ্চলে এক নৌকাডুবিতে অন্তত ৮ জনের প্রাণহানি হয়।
গত বছর নৌকা দুর্ঘটনায় অন্তত ২০০ জনের মৃত্যুর খবর পাওয়া যায়। এ ছাড়া ২০২২ সালে এক নৌ দুর্ঘটনায় ৭৬ জনের মৃত্যু হয়। দুর্ঘটনার জন্য নিয়মিতভাবে ধারণক্ষমতার তুলনায় অতিরিক্ত যাত্রীবহন এবং দুর্বল রক্ষণাবেক্ষণকে দায়ী করে কর্তৃপক্ষ।
Leave a Reply