রাষ্ট্রপতি তাঁর ভাষণে বলেন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কোটা সংস্কার আন্দোলনের সময় আটকসহ সব মিথ্যা মামলায় আটক ব্যক্তিদের মুক্তি দেওয়া হবে। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহতদের পরিবারকে ক্ষতিপূরণ ও আহতদের সুচিকিৎসার ব্যবস্থা করা হবে।
খালেদা জিয়ার মুক্তির বিষয়ে রাষ্ট্রপতি বলেন, সর্বসম্মতিক্রমে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে মুক্তি দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়। দেশের রাজনৈতিক পরিস্থিতি শান্ত করতে এবং উত্তেজনা ও বিশৃঙ্খলা বন্ধ করতে রাজনৈতিক দলগুলোর প্রতি আহ্বান জানাচ্ছি। জনগণের জানমাল রক্ষায় সশস্ত্র বাহিনীর প্রতি কঠোর নির্দেশ প্রদান করছি।
রাষ্ট্রপতি বলেন, ‘সাম্প্রদায়িক সম্প্রীতি এবং সংখ্যালঘু সম্প্রদায় ও সরকারি সম্পত্তি রক্ষায় সকলকে এগিয়ে আসার আহ্বান জানাচ্ছি। দেশের অর্থনীতি, প্রশাসন ও শিল্প-কলকারখানা চালু রাখার লক্ষ্যে সকলকে কার্যকর ভূমিকা রাখার আহ্বান জানাই।’
Leave a Reply