নিজস্ব প্রতিবেদক:
রাজধানীর শাহবাগে এক দফা দাবিতে আন্দোলনকারীরা এবং ছাত্রলীগের নেতাকর্মীরা মুখোমুখি অবস্থানে রয়েছে।
রবিবার (৪ আগস্ট) সকাল ১০টা থেকে এখনও পর্যন্ত সংঘর্ষ চলছে। ছাত্রলীগের নেতাকর্মীরা বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (পিজি) ভেতরে এবং আন্দোলনকারীরা বাইরে।
জানা যায়, সকালে সাড়ে ১০টার পরে রাজধানীর শাহবাগ মোড়ে লাঠিসোটা হাতে শত শত লোক পুরান ঢাকার দিক থেকে মিছিল নিয়ে আসেন। সে সময় বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) সামনের দিকে আওয়ামী লীগের নেতা–কর্মীরা স্লোগান দিচ্ছিলেন। তবে পুরান ঢাকার দিক থেকে আসা মিছিল থেকে তাঁদের ধাওয়া দেওয়া হয়। তাঁরা হাসপাতালের ভেতরে ঢুকে যান।
সংঘর্ষের সময় হাসপাতালের প্রাঙ্গনে রাখা কয়েকটি গাড়ি ভাঙচুর করা হয়। সে সময় হাসপাতালের ভেতরে আশ্রয় নেওয়া আওয়ামী লীগের নেতা–কর্মীরা এবং বাইরে থাকা আন্দলনকারীরা দুই পক্ষই ইট পাটকেল ছুড়ছিলেন। এতে ভাঙচুরের শিকার হচ্ছে হাসপাতালটি। ছাত্রলীগের নেতাকর্মীরা ধাওয়া দেওয়ার চেষ্টা করলেও আবার ফিরে যেতে দেখা যায়। এসময় পুলিশকে শাহবাগ থানার সামনে অবস্থান নিতে দেখা যায়।
আন্দোলনের একপর্যায়ে হাসপাতালের সামনে থাকা গাড়িতে অগ্নিসংযোগও করে সংঘর্ষকারীরা।
Leave a Reply