কুড়িগ্রামের ফুলবাড়ীতে সিএনজি- মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে আহত মোটরসাইকেল চালক সামিউল ইসলামের (৪২) মৃত্যু হয়েছে।
আজ ২ জুলাই (শুক্রবার) সকাল সাড়ে ৮ টায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়েছে বলে নিশ্চিত করেছেন মৃত ব্যক্তির ছোট ভাই রিপন ইসলাম। মৃত ব্যক্তি সামিউল ইসলামের বাড়ী গাইবান্ধা জেলার সুন্দরগঞ্জ পৌরসভার ৪নং ওয়ার্ডে । জানা গেছে, গত মঙ্গলবার (৩০ জুলাই) সকালে ফুলবাড়ীর উপজেলার আছিয়ার বাজার এলাকায় ফুলবাড়ী- লালমনিরহাট সড়কে সিএনজি- মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এ সময় মোটরসাইকেল চালক সামিউল, সিএনজির যাত্রী জুলহাস, আবেদ আলী, শাহজাহান আলী গুরুতর আহত হন। স্থানীয়রা তাদের উদ্ধার করে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও পরে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানে বিকাল ৩টার দিকে জুলহাসের মৃত্যু হয়। সামিউল ইসলামের অবস্থার অবনতি হলে ওই দিনই তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয় । ফুলবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নওয়াবুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, এ ব্যাপারে থানায় একটি মামলা দায়ের হয়েছে।
Leave a Reply