নিহতরা হলো, ট্রাকের চালকের সহকারী সাকিব। তাঁর বাড়ি কুষ্টিয়ায়। নিহত অপরজনের নাম-পরিচয় তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি। তবে এঘটনায় আহত হয়েছে ৪ জন। এরমধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
বিষয়টি নিশ্চিত করেছেন আহলাদীপুর হাইওয়ে থানার উপপরিদর্শক (এসআই) জুয়েল শেখ। এসআই জানান, রাজবাড়ী থেকে গোয়লন্দ মোড়গামী একটি লোকাল বাসের সঙ্গে বিপরীত দিক থেকে আসা সিমেন্টবোঝাই ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। এ সময় বেশ কয়েকজনকে আহত হয়। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ ঘটনায় ২ জন নিহত ও ৪ জন আহত হয়েছে। নিহত একজনের পরিচয় এখনও পাওয়া যায়নি বলে জানান পুলিশের এই কর্মকর্তা।
Leave a Reply