1. editor1@kurigramsongbad.com : কুড়িগ্রাম সংবাদ :
  2. sifat@kurigramsongbad.com : sifat :
  3. siteaccess@pixelsuggest.com : কুড়িগ্রাম সংবাদ :
সাম্প্রতিক :
কুড়িগ্রামে প্রসব বেদনা নিয়েও গণিত পরীক্ষায় অংশ নিলেন ববিতা, পরীক্ষা শেষে জন্ম দিলেন কন্যাসন্তান ফুলবাড়ীতে পঞ্চম শ্রেণির শিক্ষার্থীর রহস্যজনক মৃত্যু, তদন্তে পুলিশ জবি রেজিস্ট্রারের পদত্যাগের দাবিতে কুশপুত্তলিকা দাহ, ২৪ ঘন্টার আল্টিমেটাম ছাত্রদের ইবি ল’ অ্যাওয়ারনেস অ্যান্ড এনলাইটেন্ড সোসাইটি’র ‘সচেতনতামূলক ক্যাম্পেইন’ অনুষ্ঠিত বিল পরিশোধ করতে না পারায় হাসপাতাল ছাড়ার আশঙ্কা সুজনের বাংলাদেশ শ্রমিক অধিকার পরিষদ কেন্দ্রীয় কমিটির অর্থ সম্পাদক হলেন আব্দুল কুদ্দুস দেশে নতুন করে দরিদ্র হতে পারে ৩০ লাখ মানুষ: বিশ্বব্যাংক খেদাইমারী নিম্ন মাধ্যমিক বিদ্যালয়ে পাঠদান বন্ধ, শিক্ষার্থী না থাকলেও চলছে সরকারি বই উত্তোলন ফুলবাড়ীর বালারহাটে চলাচলের অযোগ্য সড়ক: হাঁটু পানি আর কাঁদায় জনদুর্ভোগ চরমে চিলমারীতে ভূয়া সাংবাদিক সেজে ইয়াবা পাচার: সেনাবাহিনীর হাতে মোটরসাইকেলসহ আটক ১

ছিটমহল বিনিময়ের নবম বর্ষপূর্তিতে বিলুপ্ত দাসিয়ারছড়া ছিটমহলে নানা আয়োজন

  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১ আগস্ট, ২০২৪
  • ১৭ বার পড়া হয়েছে

আমিনুল ইসলাম,ফুলবাড়ী প্রতিনিধিঃ

ছিটমহল বিনিময়ের নবম বর্ষপূর্তিতে ফুলবাড়ী সদর ইউনিয়নের অভ্যন্তরের বিলুপ্ত দাসিয়ারছড়া ছিটমহলে নানা আয়োজনে মুক্তির স্বাধীনতার এ দিনটিকে স্মরণ করেছে অধীবাসীরা।

১৯৭৪ সালের ১৬ মে ঐতিহাসিক মুজিব-ইন্দারা চুক্তির আলোকে ২০১৫ সালের ৩১ মধ্যরাতে ছিটমহল বিনিময় চুক্তি কার্যকর হয়। ৬৮ বছরের বন্দিদশা আর বঞ্চনার জীবনের অবসান ঘটে।কাঙ্ক্ষিত মুক্তির স্বাদ আর বিজয়োল্লাসে ফেটে পড়ে ছিটবাসী। অধিকার বঞ্চিত জীবনের অবসান ঘটে। তাই এ দিনটিকে স্বাধীনতা দিবস হিসেবে পালন করে আসছে বিলুপ্ত ছিটমহলবাসী।

এই অনুষ্ঠান পলক্ষে বুধবার মধ্যরাতে বিলুপ্ত দাসিয়ারছড়া ছিটমহলের কালির হাটে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।সাবেক বাংলাদেশ- ভারত ছিটমহল বিনিময় সমন্বয় কমিটির দাসিয়ারছড়া ইউনিটের সভাপতি আলতাফ হোসেনের সভাপতিত্বে আলোচনায় অংশ নেন ছিটমহল বিনিময় কমিটির বাংলাদেশ অংশের সাবেক সাধারণ সম্পাদক গোলাম মোস্তাফা,সিনিয়র সাংবাদিক শ্যামল ভৌমিক, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক আবু বক্কর সিদ্দিক মিলন, উপজেলা জাতীয় নেতা পার্টির মইনুল হক খন্দকার ও হারুন অর রশিদ হারুন সহ অন্যান্যরা বক্তব্য রাখেন।

গোলাম মোস্তফা তার বক্তব্যে স্বাধীনতা লাভের মাত্র নয় বছরে ছিটমহলের অকল্পনীয় উন্নয়নের জন্য বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করেন। পাশাপাশি তিনি দাসিয়ার ছড়াকে একটি স্বতন্ত্র ইউনিয়ন হিসেবে ঘোষণা করে হাসিনা নগর নামকরণের দাবিও করেন।

উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক আবু বক্কর সিদ্দিক মিলন বলেন, ৭৪ এর চুক্তির পরে দেশে অনেক সরকার এসেছে গেছে। কিন্তু কেউই ছিটমহলের বাসিন্দাদের দুঃখ-দুর্দশা দেখেননি। মানবতার জননী বঙ্গবন্ধুর সুযোগ্য কন্যা জননেত্রী শেখ হাসিনার কূটনৈতিক তৎপরতায় ইন্দিরা- মুজিব চুক্তির বাস্তবায়ন হয়েছে। ফলে বিনা রক্তপাতে ছিটমহলবাসীর স্বাধীনতা অর্জিত হয়েছে। এটি পৃথিবীর ইতিহাসে বিরল। ছিটমহলের স্বাধীনতা এনে দিয়ে তিনি থেমে থাকেননি। দাসিয়ারছড়া বাসির জীবনমান উন্নয়নে তিনি নিরলস কাজ করে গেছেন। শেখ হাসিনার হাত ধরেই বদলে গেছে দাসিয়ার ছড়া। দাসিয়ার ছড়া এখন আলোকিত জনপদ।

আলোচনা সভা শেষে দীর্ঘ ৬৮ বছরের অন্ধকারাচ্ছন্ন জীবন-যাপন থেকে মুক্তির প্রতীকী হিসেবে ৬৮ টি মোমবাতি প্রজ্জ্বলন করা হয়। সবশেষে ছিটমহলের স্বাধীনতা লাভের ১০ বছরে পদার্পণ উপলক্ষে কেক কাটেন বিলুপ্ত ছিটমহলের বাসিন্দারা।

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটেগরিতে আরো খবর


Kurigram Songbad © 2025. All Rights Reserved.
Built with care by Pixel Suggest
error: Content is protected !!