কোটা সংস্কার আন্দোলনকে ঘিরে সংঘাত সহিংসতায় সকল নিহতের আত্মার শান্তি কামনায় এক বিশেষ প্রার্থনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার সন্ধ্যা সাড়ে সাতটায় ফুলবাড়ী কেন্দ্রীয় সার্বজনীন দূর্গা মন্দির প্রাঙ্গণ এ বিশেষ প্রার্থনার আয়োজন করা হয়।
বিশেষ প্রার্থনা অনুষ্ঠানে বাংলাদেশ পূজা পরিষদ ফুলবাড়ী উপজেলা শাখার সভাপতি কার্তিক চন্দ্র সরকারের সভাপতিত্বে ও বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ ফুলবাড়ী উপজেলা শাখার সভাপতি সুনীল চন্দ্র রায় ভগবানের কাছে কোটা আন্দোলনে সকল নিহতদের আত্মার শান্তি কামনা, এক মিনিট নীরবতা পালন ও সকল আহতদের সুস্থতা কামনা করেছেন।
এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ ফুলবাড়ী উপজেলা শাখার সহসভাপতি কানাই নাল সরকার, সাধারণ সম্পাদক ভারত চন্দ্র রায়, বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ ফুলবাড়ী উপজেলা শাখার সহসভাপতি শুশীল চন্দ্র রায়, সাধারণ সম্পাদক অনীল চন্দ্র রায়, যুগ্ন সাধারণ সম্পাদক কৃষ্ণরঞ্জন রায়, সাংগঠনিক সম্পাদক অমল চন্দ্র রায়, নাওডাঙ্গা ইউনিয়ন হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক রতন কুমার রায়, ফুলবাড়ী সদর ইউনিয়নের হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক প্রদীপ চন্দ্র রায় ও ছাত্র ঐক্য পরিষদ ফুলবাড়ী উপজেলা শাখার তথ্য প্রযুক্তিক সম্পাদক রনবীর চন্দ্র রায় প্রমূখ। প্রার্থনা শেষে ভক্তদের মাঝে প্রসাদ বিতরণ করা হয়।
Leave a Reply