1. editor1@kurigramsongbad.com : কুড়িগ্রাম সংবাদ :
  2. sifat@kurigramsongbad.com : sifat :
  3. siteaccess@pixelsuggest.com : কুড়িগ্রাম সংবাদ :

স্বেচ্ছায় অবসরে গেলেন ছাগল-কেলেঙ্কারির মতিউর রহমান

  • প্রকাশের সময় : বুধবার, ৩১ জুলাই, ২০২৪
  • ১৮ বার পড়া হয়েছে

অনলাইন ডেস্ক: ছাগল-কেলেঙ্কারিতে সমালোচিত সাবেক জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) কর্মকর্তা মতিউর রহমানকে অবসর প্রদান করেছে সরকার। সম্প্রতি তিনি অবসরের আবেদন করলে সরকার তা অনুমোদন করেছে।

বুধবার অর্থ মন্ত্রণালয়ের অধীনে অভ্যন্তরীণ সম্পদ বিভাগ (আইআরডি) এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করেছে। তাকে এনবিআর থেকে সরিয়ে গত জুনে আইআরডিতে সংযুক্ত করা হয়েছিল।
প্রজ্ঞাপনে বলা হয়েছে মতিউর রহমানের ‘২৫ বছর পূর্ণ হওয়ায় তার আবেদনের পরিপ্রেক্ষিতে সরকারি চাকরি আইন ২০১৮ অনুযায়ী সরকারি চাকরি হতে অবসরজনিত আর্থিক সুবিধা ব্যতীত অবসর (ঐচ্ছিক) প্রদান করা হলো’।

অর্থাৎ তিনি অবসর উত্তর ছুটি, লাম্পগ্রান্ট ও পেনশন বাবদ কোনো অর্থ পাবেন না।
সাম্প্রতিক সময়ে বহুল আলোচিত এই কর্মকর্তার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তদন্তে কাজ করছে দুর্নীতি দমন কমিশনের (দুদক) একটি অনুসন্ধান দল।
গত কোরবানি ঈদের আগে মুশফিকার রহমান ইফাত নামে এক তরুণ ১৫ লাখ টাকার ছাগল বায়না করে আলোচনায় আসার পর সামাজিক যোগাযোগমাধ্যম ও গণমাধ্যমে খবর ছড়িয়ে পড়ে যে ওই তরুণ মতিউর রহমানের সন্তান। যদিও তিনি সংবাদমাধ্যমের কাছে তা অস্বীকার করেছিলেন।

পরে ক্ষমতাসীন আওয়ামী লীগের একজন সংসদ সদস্য একাধিক সংবাদমাধ্যমকে জানান, মতিউর রহমানেরই সন্তান ইফাত এবং ইফাতের মা মতিউর রহমানের দ্বিতীয় স্ত্রী। ওই সংসদ সদস্য তখন জানিয়েছিলেন যে ইফাতের মা তার নিকটাত্মীয়।

এর মধ্যেই গণমাধ্যমে মতিউর রহমানের একের পর এক সম্পদের খবর প্রকাশিত হতে থাকে এবং সংবাদমাধ্যমে প্রকাশ পায় দেশে ও বিদেশে তার সন্তান ও পরিবারের সদস্যদের বিলাসবহুল জীবনের খবর।

এ প্রেক্ষাপটে গত ২৩ জুন অর্থ মন্ত্রণালয় এক প্রজ্ঞাপনে বিসিএস শুল্ক ও আবগারী ক্যাডারের কর্মকর্তা মতিউর রহমানকে অভ্যন্তরীণ সম্পদ বিভাগে সংযুক্ত করে।

কিন্তু এরপর থেকে তিনি আর কর্মস্থলে যাননি।

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটেগরিতে আরো খবর


Kurigram Songbad © 2025. All Rights Reserved.
Built with care by Pixel Suggest
error: Content is protected !!