কুড়িগ্রামের ফুলবাড়ীতে সিএনজি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে আহত জুলহাস উদ্দিন (৭০) নামের এক যাত্রী চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয়েছে। তিনি ফুলবাড়ী সদর ইউনিয়নের চন্দ্রখানা গ্রামের মৃত আব্দুল আলিমের ছেলে।এ সময় সিএনজির তিন যাত্রী আহত হয়েছেন।
আজ মঙ্গলবার সকালে ১১ টায় ফুলবাড়ী – লালমনিরহাট সড়কের উপজেলার আছিয়ার বাজার এলাকায় এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানায়, ফুলবাড়ী সদর থেকে লালমনিরহাটের বড়বাড়িগামী একটি সিএনজি আছিয়ার বাজার পৌঁছলে বিপরীত দিক থেকে আসা একটি মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারালে সিএনজির সাথে সংঘর্ষ বাঁধে। এসময় সিএনজির যাত্রী জুলহাস, আবেদ আলী,শাহজাহান আলী ও মোটরসাইকেলের চালক সামিউল ইসলাম আহত হন। পরে স্থানীয়রা উদ্ধার করে ফুলবাড়ী হাসপাতালে ভর্তি করা হয় । এসময় জুলহাস ও মোটরসাইকেল চালক সামিউল ইসলামের অবস্থা গুরুতর হওয়ায় দ্রুত রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়। বিকেল ৩টার দিকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় জুলহাসের মৃত্যু হয়। রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে গুরুতর মোটরসাইকেল চালক সামিউল ইসলামের অবস্থার অবনতি হলে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়ে। গুরুতর আহত সামিউল ইসলামের বাড়ি গাইবান্ধা জেলার সুন্দরগঞ্জ উপজেলায়। এদিকে ফুলবাড়ী হাসপাতালে আহত দুই যাত্রীরা হলেন, উপজেলা উপজেলার ভাঙ্গামোড় এলাকার শাহজাহান আলী (৮০),পানিমাছকুটি গ্রামের আবেদ আলী (৫০)।
আহত মোটরসাইকেল চালকের ভাই রিপন জানান, আমার ভাই সামিউল ইসলামের অবস্থা ভালো নেই। এখনো জ্ঞান ফেরেনি। তাকে নিয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে যাচ্ছি।
ফুলবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নওয়াবুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।
Leave a Reply