কুড়িগ্রামের ফুলবাড়ীতে মিজানুর রহমান (৩৫) নামের এক যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
আজ ৩০ জুলাই (মঙ্গলবার) দুপুর ২টায় উপজেলার নাওডাঙ্গা ইউনিয়নের ফকিরপাড়া এলাকা থেকে এ মরদেহ উদ্ধার করা হয়। আত্মহননকারী যুবক ওই গ্রামের আহম্মদ আলীর ছেলে।
ওই গ্ৰামের বাসিন্দা ও উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান শামিমা আক্তার পারুল জানান, ওই যুবক দীর্ঘদিন ধরে মানসিক রোগে ভুগছিলেন। গত চার বছর আগে বিয়ে করেন। ঘটনার দুই দিন আগে তার স্ত্রী বাবার বাড়িতে বেড়াতে যান। এ সময় সে তার নিজ ঘরের ধরনার (আড়াড়)সাথে স্ত্রীর ওড়না পেঁচিয়ে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন। অনেক বেলা হওয়ার পরও ঘুম থেকে না ওঠায় তার বাবা ডাকাডাকি শুরু করেন। কিন্তু সারা শব্দ না পেয়ে এক পর্যায়ে দরজা ভেঙ্গে ভিতরে ঢুকে দেখেন সন্তানের নিথর দেহ ধরনায় ঝুলছে। পরে তার আত্মচিৎকারে আশপাশের লোকজন ছুটে আসেন। খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে ।
ফুলবাড়ী থানার পরিদর্শক (তদন্ত) নাজমুস শাকিব সজিব ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান,পরিবার,এলাকাবাসীও জনপ্রতিনিধিনিসহ ওই এলাকায় তদন্ত করে জানা গেছে নিহত যুবক সত্যিকারেই মানসিক রোগী ছিলেন। পরে নিহত যুবকের বাবা থানায় একটি ইউডি মামলা করেন এবং ময়না তদন্ত ছাড়াই মরদেহ দাফনের অনুমুতি দেয়া হয়েছে।
Leave a Reply