অনলাইন ডেস্ক: কোটা সংস্কার আন্দোলনকে ঘিরে চট্টগ্রাম নগরীর বিভিন্ন স্থানে সহিংসতা ও নাশকতার অভিযোগে গত ২৪ ঘণ্টায় আরও ৩৪ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ ছাড়া কোতোয়ালি ও পাহাড়তলী থানায় নতুন করে আরও দুটি মামলা দায়ের করা হয়েছে। এসব মামলায় গ্রেপ্তার করা হয়েছে ৯ জনকে। আর বাকিদের আগের মামলাগুলোয় অভিযান চালিয়ে গ্রেপ্তার করা হয়েছে ফলে জানিয়েছে নগর পুলিশের জনসংযোগ শাখা।
এ নিয়ে চট্টগ্রামে মোট ২২টি মামলায় ৫৬৬ জনকে গ্রেপ্তার করা হয়েছে।
বিষয়টি নিশ্চিত করে কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওবায়দুল হক ইনডিপেনডেন্ট টেলিভিশনকে বলেন, গতকাল সোমবার বিকেলে নগরীর চেরাগী পাহাড় এলাকায় বৈষম্য বিরোধী আন্দোলনকারীদের সাথে পুলিশের ধাওয়া-পাল্টাধাওয়ার ঘটনায় বিস্ফোরক আইন ও পুলিশের ওপর হামলার ঘটনায় একটি মামলা দায়ের করা হয়। এতে আসামি করা হয়েছে অজ্ঞাত অন্তত ৩০০ থেকে ৪০০ জনকে। এর মধ্যে ঘটনাস্থল থেকে আটক হওয়া ২০ জনের মধ্যে ৪ জনকে গ্রেপ্তার দেখানো হয়। বাকিদের পরিবারের জিম্মায় ছেড়ে দেওয়া হয়। সোমবারের হামলায় পুলিশের দুই কর্মকর্তাসহ চারজন আহত হন।
এদিকে গতকাল সোমবার সন্ধ্যায় পোর্ট কানেক্টিং সড়কের জয়নগর এলাকায় জামায়াত-শিবিরের নেতা-কর্মীরা ঝটিকা মিছিল থেকে নাশকতার চেষ্টা করায় একটি মামলা দায়ের করা হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন পাহাড়তলী থানার ওসি কেপায়েত উল্ল্যাহ। ওসি জানান, এ মামলায় এজাহারনামীয় ৪৩ জনসহ অজ্ঞাত আরও অন্তত ১৭০ জনকে আসামি করা হয়েছে। আর গ্রেপ্তার করা হয়েছে ৫ জনকে।
চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) জনসংযোগ শাখার অতিরিক্ত উপকমিশনার কাজী মোহাম্মদ তারেক আজিজ বলেন, আইন মেনেই জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে। সহিংসতা ও নাশকতাই প্রকৃত জড়িতদের সুনির্দিষ্ট তথ্য প্রমাণের ভিত্তিতেই গ্রেপ্তার করছে পুলিশ।
Leave a Reply