1. editor1@kurigramsongbad.com : কুড়িগ্রাম সংবাদ :
  2. sifat@kurigramsongbad.com : sifat :
  3. siteaccess@pixelsuggest.com : কুড়িগ্রাম সংবাদ :

সব জামায়াত-শিবিরের তাণ্ডব, সত্য বেরিয়ে আসবে : সেতুমন্ত্রী

  • প্রকাশের সময় : শুক্রবার, ২৬ জুলাই, ২০২৪
  • ১১ বার পড়া হয়েছে

অনলাইন ডেস্ক: আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের জানিয়েছেন, কোটা সংস্কার আন্দোলনকে ঘিরে সহিংসতার ঘটনায় নিরীহ মানুষ হত্যা শিকারের দায় বিএনপি-জামায়াতের। পুলিশ ও সাধারণ মানুষ কোনও হত্যায় অংশ নিতে পারে না। হত্যাকাণ্ডে ব্যবহৃত কিছু অস্ত্র উদ্ধার করা হয়েছে।

শুক্রবার (২৬ জুলাই) ধানমণ্ডিতে আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার রাজনৈতিক কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন ওবায়দুল কাদের।

গত কয়েকদিনের সহিংসতায় কতজন মারা গেছে এমন সংখ্যা আছে কিনা এমন প্রশ্নে ওবায়দুল কাদের বলেন, আমরা মৃত্যুর তালিকা…পত্র-পত্রিকায় দুশোর মতো বা দুশো’র চেয়ে একটু বেশি। আমরা এটার খোঁজ-খবর নিচ্ছি। অনেক জায়গায়… জাহাঙ্গীরের (গাজীপুরের সাবেক মেয়র) সঙ্গে জুয়েল নামে একটি ছেলে সবসময় থাকতো, তাকে উত্তরায় মেরে লাশ লটকিয়ে রাখা হয়েছে। কি বর্বর! নৃশংসতা! পুলিশকে মেরে ঝুলিয়ে রাখা হয়েছে।

তিনি বলেন, অনেক নিরীহ মানুষ মারা গেছে। জানালা দিয়ে বাইরের দৃশ্যপট দেখছিল…বাচ্চা যখন তাকালো, সেই বাচ্চা গুলি খেয়ে মারা গেল। তারপরে এ ধরনের ঘটনা আরও অনেক ঘটেছে। রাস্তায় বেরিয়েছে। নিষ্পাপ, নির্বোধ শিশু, কিছুক্ষণ পর দেখা গেল সেও লাশ হয়ে পড়েছিল। এরকম ঘটনা অনেক আছে। এগুলো জামায়াত-শিবিরের তাণ্ডব। আমরা খোঁজ-খবর নিচ্ছি। সময়মতো সাংবাদিকেরাও নিচ্ছেন। সব সত্য বেরিয়ে আসবে।

আপনি বলেছেন অনেকেই রাস্তায় বের হয়ে, জানালা দিয়ে দেখার সময় গুলি খেয়ে মারা গেছে। এগুলোর বেশিরভাগই গানশর্টে মারা গেছে। তাহলে আপনি কি বলেছেন জামায়াত-শিবিরের হাতে অস্ত্র ছিল? সেটা কি উদ্ধার করেছেন– সাংবাদিকদের এমন প্রশ্নে কাদের বলেন, জামায়াত-শিবিরের হাতে অস্ত্র ছিল। কিছু অস্ত্র উদ্ধার হয়েছে। এখনও চলছে (উদ্ধার অভিযান)। উদ্ধার হবেই। এদের নির্দেশদাতা ও হোতারা কিন্তু গ্রেফতার হয়েছে। রিমান্ডে আছে। অনেক সত্য বেরিয়ে আসবে।

এক প্রশ্নের জবাবে ওবায়দুল কাদের বলেন, আমরা তো রাজনৈতিকভাবে মোকাবিলা করছি। প্রশাসনিকভাবে মোকাবিলা করছি। আপনাদেরও সহযোগিতা আমরা চাই। এ অপশক্তি সবারই শত্রু। সবাই মিলে ঐক্যবদ্ধ প্রতিরোধ গড়ে তুলব।

তিনি বলেন, একাত্তর, পঁচাত্তর, ৩ নভেম্বর, ২১ আগস্টের খুনি, ২০১৩, ১৪, ১৫ এবং সর্বশেষ ২০২৪ সালে একই বিশ্বাসঘাতক, একই খুনি, এরা হচ্ছে বিএনপি-জামায়াত। শিক্ষার্থীদের আন্দোলনে ছাত্রদল, শিবির, উগ্র জঙ্গিগোষ্ঠির সুইসাইড স্কোয়াড অনুপ্রবেশ করে সারা দেশে পাকিস্তানি কায়দায় তাণ্ডব চালিয়েছে। আন্দোলনের নামে শিক্ষার্থীদের হত্যা করে সরকারের ওপর দায় চাপিয়েছে।

কোনও সাধারণ শিক্ষার্থী দেশবিরোধী ধ্বংসযজ্ঞ চালাতে পারে না মন্তব্য করে ওবায়দুল কাদের বলেন, পুলিশ ও সাধারণ মানুষ কোনও হত্যায় অংশ নিতে পারে না। আমরা কোনও অনাকাঙ্ক্ষিত মৃত্যু সমর্থন করি না। প্রতিটি হত্যার বিচারবিভাগীয় তদন্ত হবে। প্রধানমন্ত্রী এ কথা পরিষ্কার জানিয়ে দিয়েছেন।

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটেগরিতে আরো খবর


Kurigram Songbad © 2025. All Rights Reserved.
Built with care by Pixel Suggest
error: Content is protected !!