কোটা বিরোধী আন্দোলন দেখতে গিয়ে লাশ হয়ে ফিরলেন রাজমিস্ত্রী রব্বানী (১৭) নামে এক যুবক।
কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার কেদার ইউনিয়নের খামার গ্রামের সাইদুল ইসলামের পুত্র রব্বানি পরিবারের অভাব-অনটনের মধ্যে বড় হয়। ১৮ জুলাই(বৃহস্পতিবার) তাই সে ভাগ্যের পরিবর্তন আনতে কাজের জন্যে ঢাকা যায়।
গত ১৯ জুলাই ঢাকা পৌঁছে রামপুরা ১০ এলাকার একটি ভবনে কাজে যোগদান করেন । ঐদিন দুপুরে কোটা বিরোধী আন্দোলনের আন্দোলনকারী ও পুলিশের মধ্যে সংঘর্ষের সৃষ্টি হয়। এমবস্তায় সংঘর্ষ দেখতে রাস্তায় বের হলে সে বুকে ও পেটে গুলিবিদ্ধ হন।
এরকম অবস্থায় তাকে হাসপাতালে ভর্তি করা হলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।পরে ময়নাতদন্ত শেষে মৃতদেহ পরিবারের কাছে প্রেরণ করা হয়। লাশ গ্রামে পৌঁছালে
শোকের ছায়া নেমে আসে।
মৃত রব্বানীর বাবা সাইদুল ইসলাম জানান, আমার পরিবারের একমাএ উপার্জনক্ষম তিনিই। আমি রব্বানীর হত্যার দোষীদের বিচার চাই। সরকারের কাছে আকুল আবেদন আসামি কে গ্রেপ্তার করে বিচার করা হোক। আমার ছেলের কি দোষ ছিল৷ পেটের দায়ে কাজ করতে গিয়েছিল কিন্তুু লাশ হয়ে ফিরে এলো। আমার কষ্টের শেষ নেই এরকম মৃত্যু যেন আর কারো না হয়।
Leave a Reply