কুড়িগ্রামের ফুলবাড়ীতে কোটা বিরোধীতার নামে গুজব ঠেকাতে মাঠে পর্যায়ে কাজ করছে প্রশাসন। সাধারণ শিক্ষার্থীরা যাতে কোটা বিরোধী গুজবের ফাঁদে না পড়ে সে লক্ষ্যে প্রান্তিক পর্যায়ে শিক্ষার্থী ও অভিভাবকদের মাঝে জনসচেতন মূলক প্রচার-প্রচারণা চালাচ্ছেন উপজেলা প্রশাসন। এসব কাজের মধ্যে প্রচার-প্রচারণা,হ্যান্ডবিল ও লিফলেট বিতরণ সহ সভা-সমাবেশ করছে প্রশাসন।
বুধবার দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রেহেনুমা তারান্নুম আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে সাথে নিয়ে উপজেলা সদর, বড়ভিটা, শাহবাজার, নাওডাঙ্গার বালারহাট ও গংগাহাট বাজারে গিয়ে চলমান শিক্ষার্থী ও শতাধিক অভিভাবকদের মাঝে জনসচেতনতা মূলক এ প্রচার-প্রচারণা চালান।
এসময় তিনি বলেন,কোটা বিরোধী আন্দোলনে গুজব জড়িয়ে মিছিল সমাবেশ ও সামাজিক যোগাযোগ মাধ্যমে রাষ্ট্র বিরোধী ষড়যন্ত্রে লিপ্ত না হওয়ার আহ্বান জানান। না হয় সেই লক্ষ্যেই মাঠ পর্যায়ে শিক্ষার্থী ও অভিভাবকদের মাঝে জনসচেতন মূলক প্রচার- প্রচারণা চালাচ্ছেন। এ সময় ফুলবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নওয়াবুর রহমান,পরিদর্শক (তদন্ত) নাজমুস সাকিব সজিব উপস্থিত ছিলেন।
জানান, সকাল থেকে উপজেলা নির্বাহী অফিসার মহাদয়সহ বিভিন্ন এলাকায় গিয়ে পাশাপাশি উপজেলার নাওডাঙ্গা ইউনিয়নসহ বেশ কিছু স্পটে ব্যাপক পুলিশ মোতায়েন করা হয়েছে। চলমান কোটা আন্দোলন পরিস্থিতি শান্ত না হওয়া পর্যন্ত পুলিশের টহল অব্যাহত থাকবে বলে জানান ওসি।
Leave a Reply