অনলাইন ডেস্ক: কোটা সংস্কার আন্দোলনে হত্যাকাণ্ড, হামলা ও নির্যাতনে দায়ী ব্যক্তিদের বিচারসহ বিভিন্ন দাবিতে সমাবেশ করেছেন বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয়ের একদল শিক্ষক।
গীতিআরা নাসরিন বলেন, ‘প্রতিটি হত্যা-নির্যাতনের বিচার করতে হবে। দোষী ব্যক্তিদের যথোপযুক্ত শাস্তি দিতে হবে। আহত ব্যক্তিদের যত দূর সম্ভব ক্ষতিপূরণ দিতে হবে, চিকিৎসার ব্যবস্থা করতে হবে। ক্যাম্পাসে নিরাপত্তা বাহিনীর সদস্যরা থাকলে তাদের শিক্ষার্থীদের পক্ষে কাজ করতে হবে। তা না হলে তারা এখানে থাকতে পারবেন না। শিক্ষার্থীদের নিরাপত্তার ব্যবস্থা করতে হবে, কোনো কিছুতে বাধ্য করা যাবে না। সবাই শিক্ষার্থীদের পক্ষে থাকুন।’
ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগের শিক্ষক সামিনা লুৎফা বলেন, নিপীড়নবিরোধী শিক্ষকসমাজের কাছ থেকে তারা সুনির্দিষ্ট কিছু দাবি জানাচ্ছেন। এগুলো হলো হত্যাকাণ্ড, হামলা ও নির্যাতনে দায়ীদের খুঁজে বের করে বিচার করে শাস্তি দিতে হবে; বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে যেভাবে সামরিকায়ন হচ্ছে, বিজিবি ঢোকানো হচ্ছে, এগুলো বন্ধ করতে হবে; শিক্ষার্থীদের নিরাপত্তা দিতে হবে, ক্যাম্পাসে তাদের নিরাপদে থাকার ব্যবস্থা করতে হবে; ইউজিসির মাধ্যমে বিশ্ববিদ্যালয় বন্ধ করার পাঁয়তারা বন্ধ করতে হবে এবং যৌক্তিকভাবে কোটা সংস্কার করতে হবে।
Leave a Reply