অনলাইন ডেস্ক: গাইবান্ধার ফুলছড়ি উপজেলার বিভিন্ন চর এলাকায় শতাধিক বন্যার্ত পরিবারের মাঝে ত্রাণ বিতরণ করে লাল সবুজ সোসাইটি।
শনিবার (১৩ জুন, ২০২৪) গাইবান্ধার ফুলছড়ি উপজেলার বিভিন্ন চরে লাল সবুজ সোসাইটি গাইবান্ধা ও লাল সবুজ সোসাইটি রংপুর যৌথভাবে ২০ জন ভলান্টিয়ার নিয়ে বন্যার্ত পরিবারের কাছে ত্রান পৌছে দেয়।
গাইবান্ধা লাল সবুজ সোসাইটির কো-অর্ডিনেটর আখতারুজ্জামান আসিফ ও রংপুর লাল সবুজ সোসাইটির কো-অর্ডিনেটর সাদিয়া ইয়াসমিন তাদের টিম সমন্নয় করে ডোনেশন কালেকশন ও সংগঠনের তহবিল থেকে বন্যার্তদের ত্রাণ সহায়তা দেয়ার উদ্যোগ গ্রহণ করেন।
ত্রাণ বিতরণ কার্যক্রমে গাইবান্ধা টিমের হাসিব ও লিংকন এবং রংপুর টিমে আরবাজ হোসাইন রোমান ও আদ্রিয়ান আসিব তাদের টিমের প্রায় ২০জন সদস্য নিয়ে নৌকা দিয়ে বাড়ি বাড়ি গিয়ে বন্যার্তদের মাঝে সহায়তা প্রদান করেন।
এ বিষয়ে রংপুর লাল সবুজ সোসাইটির কো-অর্ডিনেটর সাদিয়া ইয়াসমিন বলেন, প্রতিবছর বন্যায় উত্তরের জেলা রংপুর, লালমনিরহাট, কুড়িগ্রাম ও গাইবান্ধা জেলা প্রচুর ক্ষতিগ্রস্ত হয়। অন্যান্য এলাকার চেয়ে গাইবান্ধায় সহায়তা কম আসায় তাদের মাঝে সহায়তা প্রদান করতেই লাল সবুজ সোসাইটি এই উদ্যোগ নেয়।
Leave a Reply