আল আমিন,বিশেষ প্রতিনিধি: মঙ্গলবার (৯জুলাই) রাজিবপুর মডেল প্রেস ক্লাব এর উদ্যোগে রুহি ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা মাহমুদুল হাসান পরশ এর অর্থায়নে রাজিবপুর উপজেলার বিভিন্ন স্থানে বন্যার্ত ২৫০ টি পরিবার মাঝে শুকনো খাবার বিতরণ করা হয়। খাবার হিসাবে ছিল ১কেজি চিড়া, আধা কেজি মুড়ি, ১কেজি গুড়, ১৫ প্যাকেট খাবার স্যালাইন ও ১০ প্যাকেট করে বিস্কুট। পথ শিশু, এতিম, মাদ্রাসায় ছাত্র ও অসহায় সুবিধা বঞ্চিত মানুষের জন্য দীর্ঘদিন থেকেই কাজ করে আসছেন রুহি ফাউন্ডেশন।
চর সাজাই গ্রামের হাসেম আলী বলেন, ‘বানের পানি জন্যে আমাগোরে অবস্থা একেবারে খারাপ দুই—তিন ধরে বাড়িতে চুলা জ্বলছে না, বাজারঘাটে যাইতে পারি না, এই সময় এই ফাউন্ডেশন আমাগো কিছু খাবার দিলো এডা পাইয়া আমরা অনেক খুশি। এরা আগেও মেলা কিছু দিছে আমাগোরে।’
রুহি ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা মাহমুদুল হাসান পরশ জানান, আমরা সব সময় মানুষের পাশে ছিলাম, আছি, ইনশাল্লাহ থাকবো । মানুষের জন্য কিছু করা মানে নিজেদের কাছে প্রশান্তি ।
এ সময় উপস্থিত ছিলে রুহি ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা মাহমুদুল হাসান পরশ, রাজিবপুর মডেল প্রেস ক্লাব এর সভাপতি ও দৈনিক প্রতিদিনের সংবাদের রাজিবপুর প্রতিনিধি শরিফুল ইসলাম, বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট রাজিবপুর উপজেলা শাখার সাধারণ সম্পাদক বাদল আহমেদ, ও রাজিবপুর মডেল প্রেস ক্লাব এর সদস্য মোহাম্মদ আল আমিনসহ আরো অনেকে।
Leave a Reply