আল আমিন, বিশেষ প্রতিনিধি: চর রাজিবপুরে প্রধানমন্ত্রীর নির্দেশনায় জেলা প্রশাসন ও উপজেলা প্রশাসনের মধ্যমে বন্যা কবলিত ক্ষতিগ্রস্তদের মাঝে ত্রাণসামগ্রী বিতরণ করা হয়েছে
আজ সোমবার (৮জুলাই) চর রাজিবপুর উপজেলার বিভিন্ন চরাঞ্চলের মানুষের মধ্যে ত্রাণসামগ্রী বিতরণ করেন রাজিবপুর উপজেলা নির্বাহী অফিসার তানভীর আহমেদ।
উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে কুড়িগ্রামের রাজিবপুরে চরাঞ্চল প্লাবিত হয় চরের আবাদি ফসল রাস্তাঘাট ও শতভাগ বাড়িঘরে বন্যার পানি ডুকে যায় এতে করে ব্যাপক ক্ষতিগ্রস্ত হয় চরাঞ্চলের মানুষজন
বন্যায় ক্ষতিগ্রস্ত মদনের চরের রফিকুল ইসলাম বলেন, বন্যায় আমাদের বাড়িঘরে পানি উঠেছে তিন-চার ধরে চুলা জ্বলছে না, এমন সময় উপজেলা প্রশাসন আমাদের পাশে দাড়িয়েছে এতে আমরা অনেক উপকৃত হয়েছি
রাজিবপুর উপজেলা নির্বাহী অফিসার তানভীর আহমেদ বলেন, বন্যায় ক্ষতিগ্রস্ত এলাকায় প্রধানমন্ত্রীর নির্দেশনায় জেলা প্রশাসন ও উপজেলা প্রশাসনের মাধ্যমে আমাদের ত্রাণসামগ্রী বিতরণ চলমান রয়েছে।
Leave a Reply