কুড়িগ্রামের ফুলবাড়ীতে নির্মাণাধীন সেফটিক ট্যাঙ্কের পানিতে ডুবে দেড় বছর বয়সের এক শিশুর মৃত্যু হয়েছে।
আজ ৮ জুলাই (সোমবার) সকাল সাড়ে ১০ টার দিকে উপজেলার বড়ভিটা ইউনিয়নের চর বড়লই গ্রামের ওয়াপদা বাজার এলাকায় এ ঘটনা ঘটে। নিহত শিশুর নাম রোজা মনি। সে ওই গ্রামের আহিদুল ইসলামের মেয়ে।
চর বড়লই ওয়ার্ডের ইউপি সদস্য শাহ আলম জানান, ওই সময় রোজা মনি সকলের অগোচরে ঘর থেকে বের হয়ে উঠানের নির্মাণাধীন সেফটিক ট্যাঙ্কে পড়ে যায়। এসময় বাড়ির অন্যরা সকালের নাস্তা খাচ্ছিলেন। খাওয়া শেষে তার মা শিল্পী বেগম রের হয়ে খোঁজাখুঁজির এক পর্যায়ে সেফটিক ট্যাঙ্কের পানিতে রোজামনির ভাসমান লাশ দেখে চিৎকার শুরু করেন। পরে বাড়ির লোকজন সেখান থেকে শিশুটির মরদেহ উদ্ধার করে।
ফুলবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নওয়াবুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, এ ব্যাপারে থানায় একটি ইউডি মামলা দায়ের করা হয়েছে।
Leave a Reply