কুড়িগ্রামের রাজারহাট থানা অফিসার ইনচার্জ মো: মোস্তাফিজুর রহমানের নেতৃত্বে সঙ্গীয় ফোর্সের অভিযানে দুটি চোরাই গরুসহ আতিকুর রহমান আতিক(৩৫)কসাই গ্রেপ্তার হয়।
আজ ৬ জুলাই রাত সোয়া ১২ঘটিকায় উপজেলার ঘড়িয়াল ডাঙ্গা ইউনিয়নের কিসামত গোবদা এলাকা থেকে গ্রেপ্তার হয় আতিকুর রহমান ওরফে আতিক কসাই।উপজেলার ঘড়িয়াল ডাঙ্গা ইউনিয়নের বাঘআছড়া এলাকায় বসবাসকারী মোতালেবের ছেলে আতিকুর রহমান আতিক।
এই বিষয়ে রাজারহাট থানা অফিসার ইনচার্জ মো: মোস্তাফিজুর রহমান (পিপিএম)বলেন আমরা থানা পুলিশ জেলা পুলিশ সুপার আল আসাদ মোঃ মাহফুজুল ইসলামের(পিপিএম) নির্দেশনায় ও অতিঃ পুলিশ সুপার একেএম ওহিদুন্নবীর তত্বাবধায়নে রাজারহাট থানার অফিসার ইনচার্জ মোঃ মোস্তাফিজুর রহমান(পিপিএম) নেতৃত্বে এসআই মোঃ ফারুক মিয়া, এসআই মিজানুর রহমান, এসআই আজমীর হোসেন, এসআই নিরঞ্জন রায়, এএসআই আল মামুন ও সঙ্গীয় ফোর্সসহ যৌথ অভিযানে গ্রেপ্তার হয় আতিকুর রহমান ওরফে আতিক কসাই এবং পূরবর্তী তথ্য মোতাবেক বেশ কিছু এলাকায় অভিযান পরিচালনা করে একটি গাভীন গরু ও একটি ষাঢ় গরু সহ মোট ২টি চোরাই গরু উদ্ধার করা হয় এবং রাজারহাট থানা মামলা রুজু হয়,মামলা নং- ০৯।
Leave a Reply