স্পোর্টস ডেক্স: ইউরো চ্যাম্পিয়নশিপের কোয়ার্টার ফাইনালে স্পেনের বিপক্ষে নেমেছিল স্বাগতিক জার্মানি। ক্ষণে ক্ষণে রঙ বদলানো ম্যাচটিতে ২-১ গোলে জয় পেয়েছে স্প্যানিশরা। এই জয়ে স্বাগতিকদের টুর্নামেন্ট থেকে বিদায় করে সেমিফাইনালে জায়গা করে নিল ফুয়েন্তের শিষ্যরা।
ম্যাচটিতে স্পেনের হয়ে একটি করে গোল করেন দানি ওলমো ও মিকেল মরিনো। জার্মানির হয়ে একটি গোল করেছেন নিকোলাস ফুলক্রুগ।
ম্যাচের ৫২ মিনিটে দানি ওলমোর গোলে এগিয়ে যায় স্পেন। নির্ধারিত সময়ের একদম শেষমুহূর্তে জার্মানির হয়ে সমতা ফেরায় নিকোলাস ফুলক্রুগ। অতিরিক্ত সময়ে খেলা গড়ালে একদম শেষমুহূর্তে মিকেল মারিনোর গোলে জয় পায় স্পেন।
এই জয়ের ফলে ইউরোর সেমিফাইনালে পৌঁছানোর পাশাপাশি জার্মানির বিপক্ষে কোন আন্তর্জাতিক টুর্নামেন্টে ৩৬ বছর ধরে না হারার রেকর্ড অক্ষুন্ন রাখলো স্পেন।
Leave a Reply