কুড়িগ্রাম জেলায় ভূরুঙ্গামারী উপজেলার সদর ইউনিয়নের ০৭ ওয়ার্ড গোলাপপুর গ্রামে দাদামোড়ে সকাল ৮ টার দিকে অটো রিক্সার ধাকায় ভারসাম্যহীন এক নারীর মৃত্যু হয়েছে। নিহত নারীর নাম মোছা: তাপসী বেগম (৪৫)। স্থানীয়রা জানান একটি অটো রিক্সার ধাক্কায় পাকা রাস্তায় পড়ে যায়।
পরে স্থানীয় লোকজন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত্যু ঘোষনা করে। তাপসী বেগম ভূরুঙ্গামারীর বলদিয়া ইউনিয়নের শাহীবাজার এলাকার মৃত্য পরবত আলীর মেয়ে।
ভূরুঙ্গামারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগে কর্তব্যরত উপ উপসহকারী কমিউনিটি মেডিকেল অফিসার তৌহিদুর রহমান বলেন,সড়ক দূর্ঘটনার শিকার তাপসী বেগমকে মৃত্যু অবস্থায় স্বাস্থ্য কমপ্লেক্সে আনা হয়েছিল। মাথায় প্রচন্ড আঘাত পাওয়ার কারণে নাক ওমুখ দিয়ে রক্তক্ষরণ হয়ে তিনি মারা গেছেন।
এলাকাবাসী জানায় প্রায় এই রাস্তায় দিকে ঘুরাফেরা করে। তিনি আজ সকালে স্থানীয় মো: আব্দুল মান্নানের বাড়িতে সকালের খাবার খান। তার পর ওই বাড়ি থেকে বের হয়ে তিনি ধামের হাটের দিকে যান। যাওয়ার সময় এই সড়ক দুর্ঘটনায় তিনি মারা যান। স্থানীয় বাসিন্দা মো: নূর ইসলাম (২০) তার সাথে কথা হয় তিনি জানান ভূরুঙ্গামারী উপজেলার ২টি ইউনিয়নের সব যানবাহন এই রাস্তায় চলাচল করাতে এই দুর্ঘটনা হয়। এই রোডে প্রতিদিন ছোটখাটো সড়ক দুর্ঘটনা ঘটে। তিলাই ইউনিয়ন ও শিলখুড়ি ইউনিয়নের যাওয়ার একমাত্র রোড এখন এটাই।
দুই ইউনিয়নের প্রধান সড়কের অবস্থা অনেক খারাপ সব যান বাহন এই রাস্তায় চলাচলা করে। তাই প্রধান সড়কের কাজ শেষ হলে এই সড়কের চাপ কমে যাবে।
এই বিষয়ে ভূরুঙ্গামারী থানার ওসি রুহুল আমিন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, তাপসী বেগমের লাশ পরিবারের নিকট হস্তান্তর করা হয়েছে।
Leave a Reply