কুড়িগ্রামের ফুলবাড়ীতে ২০ কেজি গাঁজা উদ্ধার করেছে পুলিশ।এ সময় গাঁজা পরিবহনের অভিযোগে উপজেলার চর গোরক মন্ডল গ্ৰামের মাদক ব্যবসায়ী শফিকুল ইসলাম (৩৫)কে গ্রেপ্তার করে।
গত বৃহস্পতিবার দিনগত রাত ১টায় উপজেলার নাওডাঙ্গা ইউনিয়নের ফুলমতি খেয়াঘাট এলাকায় কুড়িগ্রাম জেলা গোয়েন্দা শাখার (ডিবি)পুলিশ এক অভিযানে গাঁজা উদ্ধার ও পরিবহনকারীকে গ্ৰেপ্তার করা হয় । গ্ৰেপ্তার ওই ব্যাক্তির বিরুদ্ধে পুলিশ বাদী হয়ে ফুলবাড়ী থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে শুক্রবার সকালে কুড়িগ্রাম কারাগারে প্রেরণ করে । বিষয়টি নিশ্চিত করেছেন ফুলবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নওয়াবুর রহমান।
কুড়িগ্রাম জেলা পুলিশের মিডিয়া মুখপাত্র অতিরিক্ত পুলিশ সুপার রুহুল আমীন বলেন, গ্রেপ্তার মাদক কারবারির বিরুদ্ধে মাদক মামলা রুজু করে আদালতের মাধ্যমে কুড়িগ্রাম কারাগারে পাঠানো হয়েছে।
Leave a Reply