অনলাইন ডেস্ক: টি-টোয়েন্টি বিশ্বকাপের উন্মাদনা শেষ হয়েছে কয়েকদিন হলো। তবে এখনও সেই রেশ কাটেনি বলা যায়। ডেভিড মিলারের আউট হওয়া নিয়ে চলছে নানা রুপ সমালোচনা। সেই ম্যাচে উইকেটটি পেয়েছিলেন ভারতীয় অলরাউন্ডার হার্দিক পান্ডিয়া।
নতুন করে আজ (বুধবার) টি-টোয়েন্টির র্যাঙ্কিং প্রকাশ করেছে আইসিসি। প্রথম ভারতীয় পুরুষ খেলোয়াড় হিসেবে আইসিসির টি-টোয়েন্টি র্যাঙ্কিংয়ে শীর্ষ অলরাউন্ডার হয়েছেন হার্দিক পান্ডিয়া।
দুই ধাপ এগিয়ে শীর্ষে উঠেছেন তিনি। তবে হার্দিকের সমান ২২২ রেটিং নিয়ে যৌথভাবে প্রথম স্থানে আছেন লঙ্কান অলরাউন্ডার হাসারাঙ্গা।
বিশ্বকাপজুড়ে দারুণ পারফরম্যান্স করেন ভারতীয় অলরাউন্ডার হার্দিক পান্ডিয়া। সবমিলিয়ে ৮ ম্যাচে ১৪৪ রান, বল হাতে নিয়েছেন ১১ উইকেট। তারই সুফল পেলেন র্যাঙ্কিংয়ে। বার্বাডোজে বিশ্বকাপ ফাইনালে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে শেষ ওভারটি করেছিলেন পান্ডিয়া। ভারত ফাইনাল জেতে ৭ রানে।
এদিকে অলরাউন্ড র্যাংকিংয়ে উন্নতি হয়েছে বাংলাদেশের সাকিব আল হাসানেরও । তিনি এক ধাপ এগিয়ে উঠেছেন পাঁচ নম্বরে। সদ্য সমাপ্ত টি-টোয়েন্টি বিশ্বকাপে নামের প্রতি সুবিচার করতে পারেননি সাকিব। অবশ্য টি-টোয়েন্টি বিশ্বকাপ সাকিব শুরু করেছিলেন শীর্ষে থেকে। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ম্যাচের পরই পাঁচ নম্বরে নেমে গিয়েছিলেন। পরে পেছান আরও একধাপ।
Leave a Reply