কুড়িগ্রামের চর রাজিবপুর উপজেলার কোদালকাটি ইউনিয়ন এর মধ্য চরসাজাই গ্রামটি নদী ভাঙ্গণে বিলীন হয়ে যাচ্ছে ।
এমতাবস্থায় নদী ভাঙ্গন থেকে পরিত্রাণের জন্য, কোদালকাটি ইউনিয়ন এর চেয়ারম্যান আলহাজ্ব হুমায়ুন কবির ছক্কু চেয়ারম্যান এর প্রচেষ্টায়, কুড়িগ্রাম ৪ আসনের মাননীয় সংসদ সদস্য জনাব বিপ্লব হাসান পলাশ (এমপি) মহোদয়ের অর্থায়নে ৫০০ ফিট বেরিবাঁধ নির্মাণ করা হচ্ছে । সেই বাঁধটি যাতে নদীর স্রোতে ভেঙ্গে না যায় সেই কারণে এলাকাবাসী তাদের নিজ উদ্যোগে বাড়ি বাড়ি থেকে বাঁশ সংগ্রহ করছে এবং সেই বাঁশ দিয়ে পাইলিংয়ের কাজ করছে। আরো বস্তুায় বস্তায় মাটি ভরাট করে বাঁধ রক্ষার আপ্রাণ চেষ্টা চালাচ্ছে। সার্বিক সহযোগিতায় কাজ করে যাচ্ছেন আমিনুর রহমান মাষ্টার, আবু তালেব মেম্বার, ফরিদুল ইসলাম মেম্বার, সাবেক চেয়ারম্যান ছফের আলী সহ এলাকার সকল স্তরের লোকজন স্বেচ্ছায় কাজ করে যাচ্ছেন।
Leave a Reply