কুড়িগ্রামের নাগেশ্বরীতে মমিনগঞ্জ হরিরপাঠ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পাশে পুকুরে এক মানসিক রোগীর লাশের সন্ধান পাওয়া গেছে।
স্থানীয় ব্যক্তি ইসমাইল হোসেন সরকার জানায়, ভোর বেলায় হাঁটতে গিয়ে লোকজন পুকুরে ভাসমান একটি লাশ দেখতে পায়। বিষয়টি গ্রামবাসী তাৎক্ষণিকভাবে নাগেশ্বরী থানা পুলিশকে অবগত করেন। সংবাদ পেয়ে নাগেশ্বরী থানা পুলিশ ওসি তদন্ত সারোয়ার আলমের নেতৃত্বে ঐ গ্রামের মোহাম্মদ সিকান্দার আলীর সহযোগিতায় পুকুর থেকে লাশটি উদ্ধার করে থানায় নিয়ে যায়।
এ বিষয়ে নাগেশ্বরী থানায় যোগাযোগ করলে তদন্ত ওসি সারোয়ার আলম বিষয়টি নিশ্চিত করে বলেন, গতকাল রাতের যেকোনো সময় বালাটারির আব্দুল হাকিম মমিনগঞ্জে হরিরপাটের একটি পুকুরে পড়ে মারা যায়। সে ছোটবেলা থেকেই মৃগী রোগ ও মানসিক রোগে আক্রান্ত ছিল। কোন অভিযোগ না থাকায় লাশটি মৃত আব্দুল হাকিমের স্বজনদের হাতে হস্তান্তর করা হয়। এ বিষয়ে থানায় একটি ইউডি মামলা করা হয়েছে।
Leave a Reply