অনলাইন ডেস্ক: ইউরোর সুপার সিক্সিনের বিগ ম্যাচে মুখোমুখি হচ্ছে ইউরোপ সেরা দুই দল ফ্রান্স আর বেলজিয়াম। হারলেই বিদায় এমন সমীকরণে দু’দলেরই লক্ষ্য আক্রমণাত্মক ফুটবল। তবে ফরাসিদের জন্য দুশ্চিন্তা, ফরোয়ার্ডদের অফফর্ম। অন্যদিকে ২০১৫ সালের পর ফ্রান্সকে হারাতে পারেনি রেড-ডেভিলস।
আজ সোমবার (১ জুলাই, ২০২৪) বাংলাদেশ সময় রাত ১০টায় মুখোমুখি হবে ডি ব্রুইনা ও এমবাপ্পের দল।
ফিফা র্যাঙ্কিংয়ের দুই আর তিনের লড়াই। লড়াইটা মর্যাদার, ইউরোতে টিকে থাকার। ফুটবলে ফ্রান্স বেলজিয়াম ম্যাচ মানেই ভিন্ন আবহ। নক আউট হওয়ায় সেখানে ছড়াচ্ছে তাজা বারুদের গন্ধ।
পরিসংখ্যানে এগিয়ে বেলজিয়াম। সাম্প্রতিক পারফম্যান্সে ফ্রান্স। তবে দু’দলই দুদলের চেনা প্রতিপক্ষ। ফুটবলীয় দ্বৈরথ, যাদের ১২০ বছরের পুরানো। ভাবা যায়! সেখানে অবশ্য দেশমের দুশ্চিন্তা চলতি ইউরোতে ফরাসি ফরোয়ার্ডদের অফফর্ম। অন্যদিকে ১৯৮৩ সালের পর ১৩ সাক্ষাতে মোটে ২ বার শেষ হাসি হেসেছে রেড ডেভিলস।
নিজেদের সবশেষ পাঁচ ম্যাচে মোটে এক গোল হজম করেছে ফ্রান্স। অন্যদিকে ৮ ম্যাচে বেলজিয়াম প্রতিপক্ষের জালে দিয়েছে ১৪ গোল। যদিও টুর্নামেন্টে রোমানিয়া ম্যাচ ছাড়া গোলমুখ খুলতে পারেনি রেড ডেভিলভস। তাইতো দু’দলের সামনেই নতুন করে সমীকরণ লেখার অপেক্ষা।
Leave a Reply