কুড়িগ্রামের ফুলবাড়ীতে ২০১ বোতল ইস্কাফ( নেশা জাতীয় সিরাপ ) জব্দ করেছে পুলিশ।এসময় মাদকের সাথে সংশ্লিষ্টতার অভিযোগে একটি টিভিএস মোটরসাইকেল আটক ও ছয় মাদক মামলার এজাহারভুক্ত দুই মাদক ব্যবসায়ীকে হাতেনাতে গ্রেপ্তার করে। উপজেলার কাশিপুর ইউনিয়নের আজোয়াটারী (ইন্দ্রারপাড়) এলাকায় এ ঘটনা ঘটে।
গ্ৰেপ্তারকৃতরা হলেন,উপজেলা ধর্মপুর এলাকার মৃত মকবুল হোসেনের ছেলে আব্দুল জব্বার ওরপে ডাইল জব্বার (৪৩) ও ফুলবাড়ী সদর ইউনিয়নের কুটিচন্দ্রখানা গ্রামের ফরিদ আলীর ছেলে মেহের জামাল (৪০)।
পুলিশ বাদী হয়ে ওই দুই মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে সোমবার সকালে আদালতের মাধ্যমে কুড়িগ্রাম কারাগারে প্রেরণ করে।
পুলিশ জানায়, পূর্ব সংবাদ জেনে রোববার রাত ১০ টায় ফুলবাড়ী থানা পুলিশের একটি দল উপজেলার কাশিপুর ইউনিয়নে আজোয়াটারী (ইন্দ্রারপাড়) এলাকায় ডাইল জব্বারের বাড়িতে অভিযান চালায়। এসময় তার সুপারি বাগানে লুকিয়ে রাখা ১৫১ বোতল ইস্কাফ উদ্ধার ও মাদক পরিবহনে ব্যবহৃত মোটরসাইকেল আটক এবং তাঁকে হাতেনাতে গ্রেপ্তার করা হয।পরে জব্বারের দেওয়া তথ্য মতে রাতেই উপজেলার কাশিপুর ইউনিয়নের সীমান্তবর্তী বর্মন পাড়া এলাকায় মেহের জামালের বাড়িতে অভিযান চালিয়ে তার বসত বাড়ির দক্ষিণের ঘর থেকে ৫০ বোতল ইস্কাফ উদ্ধার ও তাকে গ্ৰেপ্তার করে।
ফুলবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নওয়াবুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, গ্রেপ্তার ওই দুই মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে সোমবার সকালে মামলা দায়ের করে কুড়িগ্রাম কারাগারে পাঠানো হয়েছে। এদের বিরুদ্ধে থানায় পূর্বের আরো হাফ ডজনেরও বেশি মামলা রয়েছে।
Leave a Reply